ভিডিও বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬, ৩০ পৌষ ১৪৩২

প্রকাশ : ১৪ জানুয়ারী, ২০২৬, ১০:২৬ রাত

পৌষের বিদায় : মাঘের শুরু বৃহস্পতিবার, এ মাসেও জোড়ালো শীতের আভাস

পৌষের বিদায় : মাঘের শুরু বৃহস্পতিবার, এ মাসেও জোড়ালো শীতের আভাস

স্টাফ রিপোর্টার : কথায় আছে ‘মাঘের শীতে বাঘ কাঁদে’ এবার শীতের তেমনই জোরালো দাপট দেখতে পাচ্ছেন মানুষ। পৌষ মাষের শুরু থেকেই শীতের কাঁপন শুরু হয়েছিল দেশজুড়ে। পৌষ শেষ হলেও আরও কিছুদিন হাড় কাঁপানো ঠান্ডার এমনই হিমেল পরশ মিলবে বলে জানাচ্ছে আবহাওয়া অফিস। এখনকার চেয়ে জেলায় জেলায় ১ থেকে ২ ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে তাপমাত্রা। শীতের এই দুরন্ত শীতল ইনিংস নিয়ে আবহাওয়া অফিস পাঁচ দিনের আগাম পূর্বাভাস দিয়েছে।

শীতল পৌষ, দাপুটে মাঘ মাসকে স্বাগত জানিয়ে আজ বুধবার (১৪ জানুয়ারি) এবছরের জন্য বিদায় নিয়েছে প্রকৃতি থেকে। আজ মাঘের প্রথম দিন। মৌসুমের শুরু থেকেই হিমালয় পাদদেশীয় উত্তরাঞ্চলে শীতের ছোবলে কাহিল হয়ে পড়েছে জনজীবন। হিমেল বাতাস শরীরে কাঁটার মতো বিঁধছে। উত্তরের জেরা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পৌষেই দেশের সর্বনিম্ন তাপমাত্রা নেমে আসে ৬ ডিগ্রির ঘরে। এর পরেও বেশিরভাগ সময় এই অঞ্চলে তাপমাত্রা সর্বনিম্নের ঘরেই বিরাজ করে।

আজ বুধবারও (১৪ জানুয়ারি) দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় তেঁতুলিয়ায় ৮ ডিগ্রি সেলসিয়াস। আজ বুধবার (১৪ জানুয়ারি) বগুড়ার সর্বনিম্ন তাপমাত্রা ছিল। এই অবস্থার মধ্য দিয়ে পৌষ বিদায় নিলেও মাঘের শুরুতেই দাপটের সঙ্গে আবারও হাজির হবে শীত। তাপমাত্রা নামবে। মেঘ-বৃষ্টি বন্ধ হয়ে শৈত্যপ্রবাহ ছড়িয়ে পড়বে বিভিন্ন জেলায় এমনই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

গত কয়েক বছর শীতের স্থায়িত্বকাল কম থাকলেও এবছর পৌষ মাসের শুরু থেকেই শীতে কাবু করে ফেলেছে  প্রকৃতিকে। সেই দাপট আরও তীব্র হতে চলেছে মাঘের শুরুতে এসে। চলতি বছরের ১৫ ডিসেম্বর দেশের উত্তরাঞ্চলের কিছু কিছু জেলায় শীত তার দাপট দেখাতে শুরু করে। শুরু হয় মৃদু শৈত্যপ্রবাহ, সঙ্গে ঘনকুয়াশা আর হিমালয় থেকে আসা কনকনে হিমেল হাওয়া।

এরপর তাপমাত্রা কমতে কমতে ডিসেম্বরের ২০ তারিখের পর তীব্র ঠান্ডায় বিপর্যস্ত হয়ে পড়ে প্রায় পুরো দেশ। সর্বনিম্ন এবং সর্বোচ্চ তাপমাত্রা কমে যাওয়া শীতের কাঁপন বেশি অনুভূত হয় জানুযারিতে এসে। সারাদেশের অবস্থা কাহিল হলেও দেশের সর্ব উত্তরের জেলাগুলোতে মানুষ বিপর্যস্ত হয়ে পড়ে বেশি। ঘন কুয়াশার জন্য সড়ক, নৌ ও আকাশপথে যানবাহন চলাচলে পরিবর্তন আনতে হয়।

আরও পড়ুন

নিম্নবিত্ত মানুষেরা আগুন জ্বালিয়ে শীত থেকে রক্ষা পাওয়ার চেষ্টা করতে গিয়ে আগুনে দগ্ধ হয়ে মৃত্যুবরণের ঘটনাও ঘটছে অহরহ। বীজতলা ও আলুর ক্ষেত নিয়ে শঙ্কায় দিন কাটছে কৃষকের। সবজির ক্ষেতে পরাগায়ন বন্ধ হয়ে গিয়ে ফলন কমে গিয়ে তার প্রভাব পড়েছে বাজারে। কৃষি বিভাগ কৃষককে নিয়মিত পরামর্শ দিয়ে যাচ্ছেন এই সমস্যা থেকে উত্তোরণের।

আমাদের পঞ্চগড়েরর তেঁতুলিয়া প্রতিনিধি জানান, কয়েকদিন ধরে তেঁতুলিয়ায় ৬ থেকে ৮ ডিগ্রির ঘরে তাপমাত্রা উঠানামা করছে। আজ বুধবার (১৪ জানুয়ারি) সকাল ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৮ ডিগ্রি সেলসিয়াস। সকালে সূর্যের মুখ দেখা গেলেও আকাশে কুয়াশার তা উত্তাপ ছড়াইনি খুব একটা। বিকেল হতে না হতেই উত্তরের হিমেল বাতাস আর কনকনে শীতে অসহায় ছিন্নমূল মানুষের দুর্ভোগ বাড়ে।

কুড়িগ্রামের চিলমারী প্রতিনিধি জানান, কুড়িগ্রামের চিলমারীর ওপর দিয়ে মদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। ফলে শীতজনিত রোগীর সংখ্যা বেড়েছে। গেল সপ্তাহে ৫৪ জন রোগী চিকিৎসা নিয়েছেন। এদিকে, ঠান্ডার কারণে বিপাকে পড়েছেন শিশু ও বৃদ্ধরা।

এই সময়ে চিকিৎসকরা ঠান্ডায় শিশু ও বয়স্কদের বাড়তি যত্ন্ন নেবার পরামর্শ দিচ্ছেন। জেলায় আজ বুধবার (১৪ জানুয়ারি) সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল সর্বোচ্চ ৯৯ শতাংশ। মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছেন রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পৌষের বিদায় : মাঘের শুরু বৃহস্পতিবার, এ মাসেও জোড়ালো শীতের আভাস

বগুড়ায় ডিবি ও সাংবাদিক পরিচয়ে প্রকৌশলীকে অপহরণ করে মুক্তিপণ আদায়, টাকা উদ্ধারসহ গ্রেফতার ৩

এম নাজমুল পদত্যাগ না করলে বিপিএলসহ সব ধরনের ক্রিকেট বর্জনের হুমকি ক্রিকেটারদের

বাথরুমে একদম খোলামেলা গোসল করা যাবে কি?

আরও বাড়লো সোনার দাম, ভরি ২৩৪৬৮০ টাকা

লালমনিরহাটে নারী পর্যটক হেনস্থার ঘটনায় যুবক আটক