ভিডিও বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬, ৩০ পৌষ ১৪৩২

প্রকাশ : ১৪ জানুয়ারী, ২০২৬, ০৯:৩১ রাত

স্বনির্ভর বাংলাদেশ গড়তে তারেক রহমান পরিকল্পনা হাতে নিয়েছেন: যুবদল সভাপতি

স্বনির্ভর বাংলাদেশ গড়তে তারেক রহমান পরিকল্পনা হাতে নিয়েছেন: যুবদল সভাপতি। ছবি : দৈনিক করতোয়া

স্টাফ রিপোর্টার : যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না বলেছেন, বাংলাদেশকে সমৃদ্ধ ও স্বনির্ভরভাবে গড়ে তুলতে তারেক রহমান সব ধরনের পরিকল্পনা হাতে নিয়েছেন। ফ্যাসিস্ট সরকার যেভাবে এই দেশের সকল সেক্টরকে ধ্বংস করে দিয়ে গেছে সেই অবস্থা থেকে দেশকে সঠিক পথে আনা কঠিন হলেও অসম্ভব নয়। তরুণদের সামনে রেখে সাম্যের ভিত্তিতে মানবিক সমাজ বিনির্মাণে তারা তৃণমূলে তারেক রহমানের বার্তা নিয়ে যাচ্ছেন।

তিনি আজ বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে টিএমএসএস মহিলা মার্কেট অডিটোরিয়ামে যুবদলের রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। রাজশাহী বিভাগের যুবদলের ৯টি ইউনিটের নেতৃবৃন্দদের নিয়ে অনুষ্ঠিত এই সভায় মোনায়েম মুন্না আরও বলেন, নির্বাচনকে সামনে রেখে এখনো ষড়যন্ত্র শেষ হয়নি।

প্রবাসীদের পোস্টাল ব্যালটে ধানের শীষ প্রতীক ভাঁজের মাঝখানে দিয়ে যে বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছে সেটিও একটি সুক্ষ্ম ষড়যন্ত্রের অংশ হতে পারে। তবে তাদের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের জনপ্রিয়তায় ঈর্শ্বানিত হয়ে কুচক্রীমহলের সকল ষড়যন্ত্র মোকাবেলায় যুবদল প্রস্তুত রয়েছে।

যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহসাধারণ সম্পাদক ইলিয়াস আহমেদ হিমেল রানার সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন-বগুড়া জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম। রাজশাহী মহানগর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক শরিফুল ইসলাম জনির সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সাংগঠনিক পরিস্থিতি ও আসন্ন নির্বাচনি কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়।

আরও পড়ুন

একই সাথে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সর্বদা নির্বাচনি আচরণবিধির কথা মাথায় রেখে মাঠ পর্যায়ে কাজের বিষয়ে নির্দেশনা দেন যুবদল সভাপতি। তিনি আরও বলেন, যুবদল সারা দেশের মাঝে বৃহৎ একটি সংগঠন। বৃহৎ এই জনবলের প্রধান কাজ হবে সাধারণ মানুষের দোরগোঁড়ায় গিয়ে জনগণের ভালোবাসা ও আস্থা অর্জন করা।

মুন্না বলেন, জুলাই আন্দোলন শুরুর পর তা বেগবান করে চূড়ান্ত সফলতা অর্জনে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছেন তারেক রহমান। ছাত্র-জনতার সাথে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের লাখ লাখ নেতাকর্মীকে সুপরিকল্পিতভাবে সরকার পতনের এক দফা আন্দোলনের দিকে ধাবিত করেছিলেন তিনি।

আর এখানে যুবদলের প্রতিটি ইউনিটের ব্যাপক অবদান রয়েছে। বিএনপি বরাবরই সংস্কারের পক্ষে যা ইতিমধ্যেই বিএনপি’র শীর্ষ নেতারা তাদের বক্তব্যে বারবার পরিষ্কার করেছেন। বিভাগীয় মতবিনিময় সভা সম্পর্কে বগুড়া জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক আবু হাসান জানান, নির্বাচনকে সামনে রেখে জেলা ও বিভাগীয় পর্যায়ে সাংগঠনিক এই মতবিনিময় সভা ঘিরে নেতৃবৃন্দ নতুন করে উজ্জীবিত হচ্ছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বনির্ভর বাংলাদেশ গড়তে তারেক রহমান পরিকল্পনা হাতে নিয়েছেন: যুবদল সভাপতি

বাঘাডাঙ্গা ও শ্রীনাথপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশকালে ১১ বাংলাদেশি আটক

বগুড়ার ধুনটে জমি নিয়ে বিরোধের জেরে বাবা-ছেলেকে কুপিয়ে জখম

সুন্দরবনে তিন হরিণ শিকারি গ্রেফতার

খালেদা জিয়া ছিলেন সৎ ও নির্ভীক দেশ প্রেমিক : সাবেক এমপি লালু

পুলিশের ৯৬ শিক্ষানবিশ এএসপিকে বদলি