ভিডিও বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬, ৩০ পৌষ ১৪৩২

প্রকাশ : ১৪ জানুয়ারী, ২০২৬, ০৩:০৪ দুপুর

ভেবেছিলাম বিশ্বকাপ ট্রফি খুব ছোট, এখন দেখি এটা অনেক বড় : জামাল ভূঁইয়া

ভেবেছিলাম বিশ্বকাপ ট্রফি খুব ছোট, এখন দেখি এটা অনেক বড় : জামাল ভূঁইয়া, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : আজ বুধবার সকাল ১০টায় চার্টার্ড বিমানে করে বিশ্বকাপ ফুটবলের ট্রফি আসে বাংলাদেশে। সঙ্গে এসেছেন ২০০২ বিশ্বকাপ জয়ী ব্রাজিল ফুটবলার গিলবার্তো সিলভাও। কয়েক ঘণ্টার জন্য বাংলাদেশে এসে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কালো পর্দা উঠিয়ে ট্রফি উন্মোচন করেন ব্রাজিলিয়ান এই সাবেক তারকা। তখন পাশেই ছিলেন বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। প্রথমবার ট্রফি সামনে থেকে দেখে রোমাঞ্চিত এই মিডফিল্ডার। 

বিশ্বকাপের সোনালী ট্রফিটি দেখে ও ছবি তুলে পরে সাংবাদিকদের দেওয়া এক প্রতিক্রিয়ায় অনুভূতি জানাতে গিয়ে জামাল ভূঁইয়া বলেছেন, অভিজ্ঞতা অনেক ভালো ছিল। গিলবার্তো এসেছে ট্রফির সঙ্গে। এটা আমার সামনে থেকে দেখা প্রথম ট্রফি। অনেক ভালো লাগছে। সামনের দিকে সম্ভবত বাংলাদেশের নতুন প্রজন্মদের জন্য বিশ্বকাপ একটা অধ্যায়। এটা এক অর্থে বলা যায়, এমনটা লিখতে পারেন। এরপরই জামাল ট্রফি নিয়ে নিজের পূর্ব অনুমানের কথা এভাবেই বলেছেন তিনি, আমি ভেবেছিলাম বিশ্বকাপ ট্রফি খুব ছোট, কিন্তু এখন দেখি আসলেই এটা অনেক বড়। জিজ্ঞেস করে দেখলাম সাত কেজি শুধু সোনাই আছে। এই ট্রফি সবার জন্য অনুপ্রেরণা, সবাই আরও উজ্জীবিত হবে।

২০২৬ বিশ্বকাপ নিয়ে নিজের প্রত্যাশার কথা শুনিয়েছেন জামাল, ২০০২ সালে ব্রাজিল বিশ্বকাপ জিতেছে, তখন আমার বয়স ১২। রোনালদো, কাফু, রিভালদো ছিল, গিলবার্তো ছিল। আমাকে অনেক উজ্জীবিত করেছে। আর এই ট্রফি টিভিতে দেখা এক কথা আর সামনে থেকে আরেক কথা। সামনে আর একটি বিশ্বকাপ আসছে। আমি চাইবো আমার জন্মস্থান ডেনমার্ক ট্রফি জিতুক। নাহলে ব্রাজিল জিতুক।

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভেবেছিলাম বিশ্বকাপ ট্রফি খুব ছোট, এখন দেখি এটা অনেক বড় : জামাল ভূঁইয়া

ইরানে মার্কিন হামলা ভয়াবহ পরিণতি ডেকে আনবে : রাশিয়া 

চ্যাম্পিয়নস লিগ জিতে ২ হাজার কোটির বেশি ঘরে তুললো পিএসজি

গোপালগঞ্জে মা-বাবাকে জ্যান্ত কবর দেওয়ার চেষ্টা দুই ছেলের

জামায়াতসহ ১১ দলের সংবাদ সম্মেলন স্থগিত

ব্যালট পেপারে যা দেখছি সেটা উদ্দেশ্যমূলক : মির্জা আব্বাস