ভিডিও বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬, ৩০ পৌষ ১৪৩২

প্রকাশ : ১৪ জানুয়ারী, ২০২৬, ০২:০২ দুপুর

মুস্তাফিজ ইস্যুতে মুখ খুললেন সাকিব

মুস্তাফিজ ইস্যুতে মুখ খুললেন সাকিব, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : ২০২৬ বিশ্বকাপে বাংলাদেশ খেলবে কি না, সে নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি। এই অনিশ্চয়তার শুরু হয় চলতি মাসের শুরুতে মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়া হলে। সম্প্রতি এই ইস্যুতে মুখ খুলেছেন সাকিব আল হাসান। 

সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন মোস্তাফিজের বাদ পড়াটা দুঃখজনক। এবারের আইপিএল নিলাম থেকে ৯.২০ কোটি রুপিতে মোস্তাফিজকে দলে ভেড়ায় কলকাতা নাইট রাইডার্স। তবে উগ্রবাদীদের হুমকির পর বিসিসিআইয়ের নির্দেশে তাকে ছেড়ে দিতে বাধ্য হয় কেকেআর।  এই বিষয়ে সাকিব বলেন, ‘অবশ্যই একজন একজন খেলোয়াড়ের দিক থেকে তো এটা খুবই হতাশাজনক। এরকম একটা বড় নিলাম হওয়ার পর খেলতে না পারা অবশ্যই দুঃখজনক একটা বিষয়।’

এরপরই সাকিব জানান, এই বিষয়ে বিসিবি বা আইসিসি’র কিছু করার ছিল না। তিনি বলেন, ‘এটা যে দেশে টুর্নামেন্ট হয় ঐ দেশেরই নিয়ম চলে। তাদের যখন যেটা ইচ্ছা করতে পারে। বিপিএলেও যদি দেখেন, জানি না সব রুলস রেগুলেশন পড়া আছে কি না-চুক্তির সময় এমন দেওয়া থাকে। বিসিবি’র অথোরিটি থাকবে যেকোনো সময় যেকোনো রুলস পরিবর্তন করার, যদি প্রয়োজন হয়। এরকম থাকে আমি যতদূর জানি। সে জায়গা থেকে মুস্তাফিজের কিছু করার ছিল না। মুস্তাফিজের কিছু করার নেই। এমনকি বিসিবি’রও নেই, আইসিসি’রও নেই।’

আরও পড়ুন

তবে বিসিসিআই বিষয়টাকে ভালোভাবে সামলাতে পারত বলে জানান সাকিব। তিনি বলেন, ‘যেহেতু এটা একটা ডমেস্টিক টুর্নামেন্ট। এখানে অন্য কারও হাত দেওয়ার ক্ষমতা নাই। এখানে তাদের যা ইচ্ছা করতে পারে। সেটা একটা দিক। দ্বিতীয়ত আমি মনে করি এটা ভালোভাবে হ্যান্ডেল করা যেত। সেটা কেন করেনি তা তাদের বিষয় বা তারাই ভালো বলতে পারবে। তবে মুস্তাফিজের জন্য খুবই হতাশাজনক।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুস্তাফিজ ইস্যুতে মুখ খুললেন সাকিব

গাজায় তীব্র শীতে ২১ শিশুসহ মৃত্যু বেড়ে ২৪

ম্যানইউ’র দায়িত্বে ক্যারিক

বিক্ষোভকারীদের ফাঁসি দিলে ‘অত্যন্ত কঠোর পদক্ষেপ’ নেবে যুক্তরাষ্ট্র : ট্রাম্প

কাউকে পৃষ্ঠপোষকতার মাধ্যমে ব্যবসা করার সুযোগ দেওয়া হবে না : আমীর খসরু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র অধ্যাদেশ দাবিতে অবরোধ সাত কলেজের শিক্ষার্থীদের