লালমনিরহাটে সড়ক দুর্ঘটনায় স্কুটি আরোহী নিহত
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের কালীগঞ্জে ড্রাম ট্রাকের ধাক্কায় রাহেবুল ইসলাম(৪৭) নামে এক স্কুটি আরোহী নিহত হয়েছেন। গতকাল সোমবার রাত ৯টায় উপজেলার কাকিনা কবিবাড়ি এলাকায় লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাহেবুল ইসলাম উপজেলার তুষভান্ডার ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আবু তালেব মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে লালমনিরহাট থেকে একটি ড্রাম ট্রাক রংপুরের দিকে যাচ্ছিল। একই সময় রাহেবুল ইসলাম স্কুটি চালিয়ে বিপরীত দিক থেকে কালীগঞ্জের দিকে যাচ্ছিলেন। স্কুটিটি কাকিনা কবিবাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকটির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে স্কুটিটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই রাহেবুল ইসলাম মারা যান।
আরও পড়ুনখবর পেয়ে কালীগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনার পর ড্রাম ট্রাকটি পুলিশ জব্দ করতে পারলেও চালক ও তার সহকারী পালিয়ে যায়। এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক জানান, দুর্ঘটনার খবর পাওয়ার সাথে সাথেই পুলিশ পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটিকে জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
মন্তব্য করুন







