রংপুরে ব্লাক রুবেল গ্রেফতার
রংপুর জেলা প্রতিনিধি: রংপুরের শীর্ষ সন্ত্রাসী নওশাদ হোসেন রুবেল ওরফে ব্লাক রুবেলকে(৩৫) গ্রেফতার করেছে মেট্রোপলিটন ডিবি পুলিশ। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন উপ পুলিশ কমিশনার (ডিবি) সনাতন চক্রবর্তী। পুলিশের তথ্য অনুযায়ী, তার বিরুদ্ধে অস্ত্র, মাদক, ডাকাতিসহ দণ্ডবিধির বিভিন্ন ধারায় ১৫টি মামলা রয়েছে।
মেট্রোপলিটন উপ-পুলিশ কমিশনার (ডিবি) সনাতন চক্রবর্তী জানান, গ্রেফতারকৃত ব্লাক রুবেল দীর্ঘদিন এলাকায় বিভিন্ন অপকর্মে জড়িত। বিভিন্ন বিষয়ে গোয়েন্দা তথ্যে জানার পর তাকে রাজশাহীর মতিহার এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হয় মেট্রোপলিটন ডিবি ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশের যৌথ দল। গ্রেফতারকৃত ব্লাক রুবেলকে যথাযথ আইনি প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হয়েছে।
আরও পড়ুনমন্তব্য করুন







