ভিডিও মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬, ২৯ পৌষ ১৪৩২

প্রকাশ : ১৩ জানুয়ারী, ২০২৬, ১০:৩২ রাত

রংপুর বিভাগের ৭২টি ইটভাটা থেকে সাড়ে ৬ কোটি টাকা জরিমানা আদায়

রংপুর বিভাগের ৭২টি ইটভাটা থেকে সাড়ে ৬ কোটি টাকা জরিমানা আদায়

রংপুর প্রতিনিধি: পরিবেশ সুরক্ষা ও আইন প্রয়োগে কঠোর অবস্থান নিয়েছে রংপুর বিভাগীয় পরিবেশ অধিদপ্তর। এরই ধারাবাহিকতায় রংপুর বিভাগের আট জেলার ৭২টি ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে প্রায় সাড়ে ৬ কোটি টাকা জরিমানা আদায় করা হয়েছে। গত ডিসেম্বর থেকে চলতি মাসের গত ১১ জানুয়ারি পর্যন্ত পরিচালিত এসব অভিযানে ভয়াবহ পরিবেশ দূষণ ও বিধি লঙ্ঘনের চিত্র উঠে এসেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

পরিবেশ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, অভিযানে সবচেয়ে বেশি জরিমানা ও ব্যবস্থা নেওয়া হয়েছে কুড়িগ্রাম জেলায়। সেখানে ২৬টি ইটভাটার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। দিনাজপুরে ১৪টি, রংপুরে ৫টি, পঞ্চগড়ে ৬টি, নীলফামারীতে ৭টি, গাইবান্ধায় ৫টি এবং ঠাকুরগাঁ জেলায় ২টি ইটভাটার বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে।

এসব ইটভাটার অধিকাংশই বৈধ অনুমোদন ছাড়া পরিচালিত হচ্ছিল অথবা পরিবেশ সংরক্ষণ আইন ও ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন লঙ্ঘন করে কার্যক্রম চালিয়ে আসছিল। অভিযানকালে দেখা যায়, অনেক ইটভাটায় আধুনিক প্রযুক্তির পরিবর্তে পুরনো ও নিষিদ্ধ চুল্লি ব্যবহার করা হচ্ছে, যা আশপাশের পরিবেশ, কৃষিজমি ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করছে।

কোথাও কোথাও কৃষিজমি নষ্ট করে ভাটা স্থাপন, আবার কোথাও বসতবাড়ির খুব কাছেই ইটভাটা চালু রাখার প্রমাণ পাওয়া যায়। এসব গুরুতর অনিয়মের কারণে জরিমানার পাশাপাশি ২১টি ইটভাটা সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয় এবং পরিবেশের ক্ষতি রোধে সেসব ভাটার চিমনি ভেঙে দেওয়া হয়।

আরও পড়ুন

রংপুর বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের পরিচালক নুর আলম বলেন, গত ডিসেম্বর থেকে চলতি মাসের গত ১১ জানুয়ারি পর্যন্ত রংপুর, কুড়িগ্রাম, দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁ, গাইবান্ধা ও নীলফামারী জেলার বিভিন্ন ইটভাটায় নিয়মিত অভিযান পরিচালনা করা হয়েছে। পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে প্রায় সাড়ে ৬ কোটি টাকা জরিমানা আদায়ের পাশাপাশি ২১টি অবৈধ ও ক্ষতিকর ইটভাটা বন্ধ করে দেওয়া হয়েছে এবং চিমনি ভেঙে ফেলা হয়েছে।

তিনি আরও জানান, পরিবেশ রক্ষা ও জনস্বার্থে এ ধরণের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। অবৈধ ইটভাটা বন্ধে কোনো ধরণের ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। পরিবেশবিদ ও স্থানীয়রা মনে করছেন, এই অভিযান রংপুর বিভাগের পরিবেশ সুরক্ষায় একটি ইতিবাচক ও সময়োপযোগী উদ্যোগ, যা দূষণ কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুর বিভাগের ৭২টি ইটভাটা থেকে সাড়ে ৬ কোটি টাকা জরিমানা আদায়

পাবনার ভাঙ্গুড়ায় কেমিক্যাল মিশ্রিত ভেজালমধু জব্দ করে জনসন্মুখে ধব্বংস

বগুড়ার শিবগঞ্জে ব্যবসায়ীর মোটরসাইকেল ছিনতাই

দিনাজপুরের নবাবগঞ্জে বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ

নির্বাচনে ভুয়া তথ্য মোকাবিলায় জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা

বাংলাদেশের সঙ্গে যোগাযোগের সব চ্যানেল খোলা: ভারতের সেনাপ্রধান