ভিডিও সোমবার, ১২ জানুয়ারি ২০২৬, ২৮ পৌষ ১৪৩২

প্রকাশ : ১২ জানুয়ারী, ২০২৬, ০৬:৪২ বিকাল

সিরাজগঞ্জের তাড়াশে রাস্তার উপর ধানের হাট যানজটে যাত্রীদের ভোগান্তি

সিরাজগঞ্জের তাড়াশে রাস্তার উপর ধানের হাট যানজটে যাত্রীদের ভোগান্তি

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশের রাস্তার উপর বিনসাড়া ধানের হাট বসায় সৃষ্টি হয় তীব্র যানজট। এতে চরম ভোগান্তির শিকার হয় সাধারণ মানুষ। জানা যায়, সপ্তাহের প্রতি রোববার ও মঙ্গলবার উপজেলার বারুহাস ইউনিয়নের বিনসাড়া হাট বসে। এ হাটে প্রচুর পরিমাণ ধানের আমদানি হয়।

সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জনগুরুতপূর্ণ তাড়াশ রাণীরহাট রাস্তার উপর ধানের হাট বসায় চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হয় সাধারণ মানুষকে। রাস্তার উপর এলোমেলোভাবে ধানবাহী বিভিন্ন যানবাহন রাখায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয় যাত্রীদের। যানজটে আটকে থাকে শিক্ষার্থী, কর্মজীবী মানুষসহ রোগীবাহী এ্যাম্বুলেন্স।

এছাড়াও প্রতিনিয়ত ঘটে দুর্ঘটনা। হাট থেকে প্রতি সপ্তাহে হাজার হাজার টাকা খাজনা আদায় করা হলেও ইজারাদার যানজট নিরসনে ব্যবস্থা গ্রহণ করেন না বলে অভিযোগ ভুক্তভোগীদের। এ ব্যাপারে বিনসাড়া হাটের ইজারাদার মো. নুর ইসলাম জানান, বিনসারা হাটে কোন শেড না থাকায় বাধ্য হয়ে রাস্তার দু’পাশে গাড়ি ও ধানের বস্তা রেখে বেচা-কেনা করতে হয়।

আরও পড়ুন

প্রতিহাটের দিন একজন করে লোক যানজট নিরসনে কাজ করে এছাড়া তারা নিজেরাও চেষ্টা করেন। এখন থেকে প্রয়োজন অনুযায়ী লোকবল বাড়ানো হবে বলে উল্লেখ করেন তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জের তাড়াশে রাস্তার উপর ধানের হাট যানজটে যাত্রীদের ভোগান্তি

পঞ্চগড়ের তেঁতুলিয়ায়  সূর্য উঠলেও রোদের প্রখরতা নেই

বগুড়া শেরপুরে কৃষকের পাঁচটি গরু চুরি

আপনারা ফ্যা’সি’বাদের তাবেদারি ছাড়ুন : ইসিকে বললেন মোসাদ্দেক

মুস্তাফিজ বিশ্বকাপে থাকলে নিরাপত্তার শঙ্কা বাড়বে—আইসিসির চিঠি

আপনার পোষা প্রাণী থেকে হতে পারে মারাত্মক রোগ, জানুন সমাধান