ভিডিও সোমবার, ১২ জানুয়ারি ২০২৬, ২৮ পৌষ ১৪৩২

প্রকাশ : ১২ জানুয়ারী, ২০২৬, ০৩:২৮ দুপুর

রংপুরে রেকটিফাইড স্পিরিট পানে দুইজনের মৃত্যু

রংপুরে রেকটিফাইড স্পিড পানে দুইজনের মৃত্যু ।

রংপুর প্রতিনিধি : রংপুরের বদরগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নে রেকটিফাইড স্পিরিট পান করে দুইজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলো-বদরগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের পূর্ব শিবপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে সোহেল (৩০) এবং ওই ইউনিয়নের বসন্তপুর গ্রামের আমিরুল ইসলামের ছেলে আলমগীর (৪০) হোসেন। অসুস্থ অবস্থায় মালেক নামে একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, রোববার বদরগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নে কিশামত বসন্তপুর নয়াপাড়া গ্রামের আনারুল ইসলামের ছেলে মাদকব্যবসায়ী জয়নুল আবেদিনের কাছ থেকে রেকটিফাইড স্পিড  কিনে নিয়ে এসে ওই দুজন পান করেন। পরে রাতে নিজ বাড়িতে তাদের মৃত্যু হয়। বিষয়টি আজ সোমবার সকালে জানাজানি হয়।

গোপালপুর ইউপি চেয়ারম্যান শামসুল আলম দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই এলাকায় দীর্ঘদিন ধরে রেকটিফাইড স্পিড বিক্রি হচ্ছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছিল, কিন্ত মাদক ব্যবসা বন্ধ হয়নি। রেকটিফাইড স্পিডসহ সব ধরনের মাদকের কারবার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর পদক্ষেপ কামনা করেন তিনি।

আরও পড়ুন

বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জাহিদ সরকার, দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মালেক নামে আরো একজন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এ ঘটনায় মাদক ব্যবসায়ী জয়নুল আবেদিনকে আটক করা হয়েছে। 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরে রেকটিফাইড স্পিরিট পানে দুইজনের মৃত্যু

৪৪ বছরের পুরোনো লজ্জার রেকর্ড আবার দেখল ম্যানইউ

গাজায় ইসরায়েলি গুলিতে ৩ ফিলিস্তিনি নিহত

ভারতেই থাকছে বাংলাদেশের বিশ্বকাপ ভেন্যু!

ইরানের জন্য আমরা খুব শক্তিশালী কয়েকটি বিকল্প বিবেচনা করছি : ট্রাম্প

কুড়িগ্রামের রৌমারী সীমান্তে গুলি ছুড়ে যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ