সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৩ ডিগ্রি
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সূর্য উঠলেও রোদের প্রখরতা নেই
তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের তেঁতুলিয়ায় গতকাল রোববার সকাল ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৭দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। গত ৩দিন তেঁতুলিয়ায় ৬ থেকে ৮ ডিগ্রি ঘরে তাপমাত্রা উঠানামা করছে। রাতভর গুঁড়িগুঁড়ি বৃষ্টির মত কুয়াশা ঝড়ছে। সকালে সূর্যের মুখ দেখা গেলেও আকাশে কুয়াশার কারণে রোদের প্রখরতা মাটিতে পড়ছে না।
উত্তরের হিমেল বাতাস আর কনকনে শীতে অসহায় ছিন্নমূল মানুষসহ প্রাণিকুলকে কাবু করে ফেলছে। সন্ধ্যা ঘনিয়ে আসার আগে ঘন কুয়াশায় পথঘাট ঢাকা পড়ছে। তীব্র শীতের কারণে সাধারণ মানুষ হাট-বাজার থেকে বাড়িতে ফিরছে। ফলে পথঘাট অনেকটা শূন্য হয়ে পড়ছে।
ঠান্ডার কারণে মা ও শিশু এবং বয়স্কদের মাঝে সর্দি-জ্বর, কাশিসহ নিউমোনিয়া রোগের প্রকোপ দেখা দিয়েছে। এদিকে তেঁতুলিয়া হাসপাতালে মা ও শিশু ডাক্তারসহ অন্যান্য জনবল সংকট থাকায় চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে।
আরও পড়ুনতবু স্বল্প সংখ্যক জনবল নিয়ে সাধ্যমত চিকিৎসা দিয়ে যাচ্ছে বলে জানান, তেঁতুলিয়া হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (ভারপ্রাপ্ত) ডা. মো. শাকিল রহমান। তিনি ঠান্ডার প্রাদুর্ভাব থেকে বাঁচার জন্য মা ও শিশুসহ বয়স্কদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।
তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগার অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জীতেন্দ্রনাথ রায় বলেন, গত তিনদিন ধরে তেঁতুলিয়ায় তাপমাত্রা ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসের ঘরে উঠানামা করছে। বর্তমানে পঞ্চগড়সহ উত্তরাঞ্চলের বেশ কিছু জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আরও কয়েকদিন এই শৈত্যপ্রবাহ বিরাজমান থাকতে পারে।
মন্তব্য করুন


_medium_1768212347.jpg)





