বাবা-ছেলের ঐতিহাসিক জুটিতে ম্যাচ জয়, ‘সত্যিই গর্বিত’ বললেন নবি
স্পোর্টস ডেস্ক : ঘরোয়া ক্রিকেটে একসঙ্গে আগেও খেলেছেন মোহাম্মদ নবি ও তার ছেলে হাসান ইশাখিল। তবে দেশের বাইরে এই প্রথম জুটি বেঁধেছেন তারা। নোয়াখালীর জার্সিতে রোববার (১১ জানুয়ারি) অভিষেক হয় হাসানের। ১৯ বছর বয়সী ছেলের মাথায় ক্যাপ পরিয়ে দেন নবিই। তাদের পরিবারের জন্য ঐতিহাসিক মুহূর্ত।
হাসান অভিষেকটাও করে রাখলেন স্মরণীয়। ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ৪১ রানের জয়ে নোয়াখালীর এই নায়ক ৬০ বলে ৯২ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন। বাবার সঙ্গে গড়েছেন ৩০ বলে ৫৩ রানের জুটি। ব্যাট হাতে ১৩ বলে ১৭ রান করার পর বল হাতে ২ উইকেট নিয়েছেন নবিই। তবে নোয়াখালীর জয়ে বড় অবদানটা ছেলেরই। দুজনে গতকাল গড়েছেন ৫৩ রানের জুটি। সেঞ্চুরির খুব কাছে গিয়ে ফিরেছেন হাসান। যার একটু আগে আউট হয়ে যান নবিও।
ম্যাচের পর সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে হাসান বললেন, ‘আমি অপেক্ষা করছিলাম ছক্কার জন্য। প্রতিপক্ষকে যেন বড় লক্ষ্য দিতে পারি। শতক না পেয়ে খুব হতাশ হইনি। ছক্কা মারতে চেয়েছিলাম।’
আরও পড়ুনছেলের ইনিংসে গর্বিত নবিও, ‘একসঙ্গে খেলতে পেরে সত্যিই গর্বিত। আমি ও আমার ছেলে লম্বা সময় অপেক্ষা করেছি এটির জন্য। পেশাদার ক্রিকেটার হিসেবে আমি ওকে তৈরি করেছি। বিপিএল অভিষেকে খুব ভালো করেছে।’ ক্রিজে দুজনের মধ্যে কী নিয়ে কথা হয়েছে তার বর্ণনায় নবি বলেন, ‘একসঙ্গে যখন ক্রিজে ছিলাম, ওকে পরিস্থিতি বুঝিয়ে বলছিলাম, পরের বলে কী হতে পারে, গতিময় হবে নাকি মন্থর, ধারণা দিচ্ছিলাম এসবের। সেভাবেই অপেক্ষা করে খেলেছে ও, সত্যিই ভালো খেলেছে।’
বাবার সঙ্গে বেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হাসানের। পেশাদার ক্রিকেটার হিসেবে তাকে গড়ে তুলেছেন নবিই। যদিও বাবার মতো ছেলে অবশ্য অলরাউন্ডার নন, শুধুই টপ অর্ডার ব্যাটার। অবশ্য নবি বাড়িতে বন্ধুত্বপূর্ণ হলেও অনুশীলনে বেশ কড়া। হাসান জানালেন, মাঝে-মধ্যেই নাকি বাবার বকা খেতে হয় তাকে।
মন্তব্য করুন








_medium_1768212347.jpg)
