ব্রাজিল তারকার হ্যাটট্রিকে বড় জয় আর্সেনালের
স্পোর্টস ডেস্ক : দীর্ঘ অপেক্ষার অবসান হলো আর্সেনালের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড গ্যাব্রিয়েল মার্তিনেল্লির। প্রথমবারের মতো আর্সেনালের জার্সিতে হ্যাটট্রিকের আনন্দে মেতেছেন তিনি। এজন্য তাকে অপেক্ষা করতে হয়েছে ২৪৯ ম্যাচ!
রোববার (১১ জানুয়ারি) এফএ কাপের তৃতীয় রাউন্ডে রোববার পোর্টসমাউথের বিপক্ষে এই হ্যাটট্রিক পান মার্তিনেল্লি। তাতে তার দলও পায় ৪-১ গোলের বড় জয়। এই জয়ে চতুর্থ রাউন্ডে পৌঁছে গেল ১৪ বারের চ্যাম্পিয়নরা। ম্যাচের তৃতীয় মিনিটেই পিছিয়ে পড়েছিল মিকেল আর্তেতার শিষ্যরা। পরে অষ্টম মিনিটে প্রতিপক্ষের আত্মঘাতী গোলে সমতায় ফেরে আর্সেনাল। মার্তিনেল্লি দলকে এগিয়ে নেন ২৫তম মিনিটে। প্রথমার্ধের শেষ দিকে পেনাল্টি পায় আর্সেনাল। তবে সেটি বাইরে মারেন ইংলিশ উইঙ্গার ননি মাদুয়েকে।
আরও পড়ুনআর্সেনাল ব্যবধান বাড়ায় ৫১তম মিনিটে, গোল দেন মার্তিনেল্লি। নিজের হ্যাটট্রিক তিনি পূরণ করেন ৭২তম মিনিটে। ম্যাচে আর গোল না হওয়ায় ৪-১ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে গানাররা। এদিন হেড থেকেই দুইটি গোল আদায় করেন মার্তিনেল্লি। আর্সেনালের হয়ে এই প্রথম এক ম্যাচে হেডে দুই গোল করলেন ২৪ বছর বয়সী এই ফুটবলার। এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে এই ফরোয়ার্ডের গোল হলো ৯টি।
মন্তব্য করুন








_medium_1768212347.jpg)
