ভিডিও সোমবার, ১২ জানুয়ারি ২০২৬, ২৮ পৌষ ১৪৩২

প্রকাশ : ১২ জানুয়ারী, ২০২৬, ০৪:৪৯ দুপুর

গ্রিনল্যান্ড নিয়ে ডেনমার্ক একটি সন্ধিক্ষণের মুহূর্তে দাঁড়িয়ে আছে : ডেনমার্ক

গ্রিনল্যান্ড নিয়ে ডেনমার্ক একটি সন্ধিক্ষণের মুহূর্তে দাঁড়িয়ে আছে : ডেনমার্ক, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ড দখলের হুমকি দেওয়ায় ডেনমার্ক একটি সন্ধিক্ষণের মুহূর্তে দাঁড়িয়ে আছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন। তার মতে, ন্যাটোতে আরেক মিত্রকে হুমকি দেওয়ার ঘটনা আগে কখনও হয়নি।

স্থানীয় সময় রোববার এক রাজনৈতিক সমাবেশে ডেনমার্কের প্রধানমন্ত্রী বলেন, এখানে যে বিষয়টি ঝুঁকির মুখে, তা চোখে দেখা বিষয়গুলোর চেয়েও অনেক বড়। কারণ, যুক্তরাষ্ট্র যদি পশ্চিমা জোটের দিক থেকে মুখ ফিরিয়ে নেয়, ন্যাটোর সহযোগিতা থেকেও সরে যায়, এমনকি কোনো মিত্র দেশকে হুমকি দেয়, তাহলে পুরো ব্যবস্থাটাই (ন্যাটো) ভেঙে পড়বে।

দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে লেখা হয়েছে, ফ্রেডেরিকসন গুরুত্বপূর্ণ একটি বৈঠকের আগে এমন মন্তব্য করলেন। অল্প কিছুদিনের মধ্যে বৈঠকটি হতে পারে ডেনমার্ক, গ্রিনল্যান্ড ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে।

আরও পড়ুন

গত শুক্রবার ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তারা পছন্দ করুক বা না করুক গ্রিনল্যান্ডের বিষয়ে যুক্তরাষ্ট্র পদক্ষেপ নেবে। ভালোভাবে না হলেও কঠিন উপায়ে গ্রিনল্যান্ড নিয়ে কিছু একটা করতে যাচ্ছি। ডেনমার্ক ও গ্রিনল্যান্ড উভয়ই ন্যাটোর মিত্র হওয়া সত্ত্বেও ডোনাল্ড ট্রাম্প প্রশাসন বারবার সামরিক শক্তি ব্যবহারের হুমকি দিচ্ছে।

জবাবে গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী ইয়েন্স-ফ্রেডেরিক নিলসেন দেশের বাকি চারটি রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে একটি যৌথ বিবৃতি দেন। এতে বলা হয়, আমরা আমেরিকান হতে চাই না, আমরা ডেনিশ হতে চাই না, আমরা গ্রিনল্যান্ডার হতে চাই। গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ গ্রিনল্যান্ডারদেরই নির্ধারণ করতে হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রিনল্যান্ড নিয়ে ডেনমার্ক একটি সন্ধিক্ষণের মুহূর্তে দাঁড়িয়ে আছে : ডেনমার্ক

সুপার কাপের হার জাবি আলোনসোর জন্য সতর্কবার্তা

ইরানের নেতারা বৈঠকে বসতে চান : ট্রাম্প

ব্রাজিল তারকার হ্যাটট্রিকে বড় জয় আর্সেনালের

আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যার বিচার শুরু

দিনাজপুরের চিরিরবন্দরে আত্রাই নদী থেকে অজ্ঞাত দুই যুবকের মরদেহ উদ্ধার