ভিডিও রবিবার, ১১ জানুয়ারি ২০২৬, ২৭ পৌষ ১৪৩২

প্রকাশ : ১১ জানুয়ারী, ২০২৬, ০৬:০৭ বিকাল

বগুড়া-১ থেকে প্রার্থিতা ফিরে পেলেন বিএনপি মনোনীত প্রার্থী কাজী রফিক

বগুড়া-১ থেকে প্রার্থিতা ফিরে পেলেন বিএনপি মনোনীত প্রার্থী কাজী রফিক, ছবি: সংগৃহীত

মফস্বল ডেস্ক: বগুড়া-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য কাজী রফিকুল ইসলামের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করেছেন হাইকোর্ট। রোববার (১১ জানুয়ারি) তার মনোনয়ন বাতিল চেয়ে হাইকোর্টে দায়ের করা একটি রিট আবেদন খারিজ করে দেওয়া হয়েছে। আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে আর কোনো আইনি বাধা রইল না তার।

আদালত ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দুটি বেসরকারি ব্যাংকের ঋণের বিষয়ে উচ্চ আদালত থেকে আগে থেকে স্থগিতাদেশ (স্টে অর্ডার) নিয়েছিলেন কাজী রফিকুল ইসলাম। তবে গত বৃহস্পতিবার (৮ জানুয়ারি) এক্সিম ব্যাংক কর্তৃপক্ষ ওই আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে আবেদন করলে আদালত কাজী রফিকের পক্ষে দেওয়া আগের আদেশটি স্থগিত করেছিলেন। রোববার সকালে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে এ বিষয়ে শুনানি শেষে ব্যাংক কর্তৃপক্ষের আবেদনটি খারিজ করে দেওয়া হয়। 

এর আগে গত ৩ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী হিসেবে সাবেক সংসদ সদস্য কাজী রফিকুল ইসলামের নাম ঘোষণা করা হয়। পরে গত ২৮ ডিসেম্বর সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে তিনি মনোনয়নপত্র দাখিল করেন।

আরও পড়ুন

প্রার্থিতা ফিরে পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় কাজী রফিকুল ইসলাম বলেন, এখন এলাকায় নির্বাচনি আমেজ ফিরে এসেছে। আমরা এখন ধানের শীষের বিজয়ের লক্ষে মাঠে কাজ শুরু করব। আগামী নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়ে তারেক রহমানকে আসনটি উপহার দিতে চাই।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিয়োগ দেবে মিনিস্টার, ফ্রেশার প্রার্থীদেরও আবেদনের সুযোগ

বগুড়া-১ থেকে প্রার্থিতা ফিরে পেলেন বিএনপি মনোনীত প্রার্থী কাজী রফিক

ব্র্যাক ব্যাংকের ডিজিটাল এসএমই লোন ‘সাফল্য’ পাবে মেডবক্সের ফার্মেসি উদ্যোক্তারা

জিকিরের অবাক করা ১০ উপকার

দ্বিতীয় দিনের শুনানিতে প্রার্থিতা ফিরে পেলেন ৫৭ জন

দ্বিতীয় বিয়ে করতে লাগবে না স্ত্রীর অনুমতি: হাইকোর্ট