ভিডিও শনিবার, ১০ জানুয়ারি ২০২৬, ২৬ পৌষ ১৪৩২

প্রকাশ : ১০ জানুয়ারী, ২০২৬, ০৮:০০ রাত

তীব্র শীত ও ঘন কুয়াশায় জলঢাকায় বোরো বীজতলার ব্যাপক ক্ষতি

তীব্র শীত ও ঘন কুয়াশায় জলঢাকায় বোরো বীজতলার ব্যাপক ক্ষতি। ছবি : দৈনিক করতোয়া

জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর জলঢাকা উপজেলায় কয়েকদিন ধরে চলমান তীব্র শীত ও ঘন কুয়াশার কারণে বোরো ধানের বীজতলায় ব্যাপক ক্ষতি হয়েছে। উপজেলার বিস্তীর্ণ মাঠজুড়ে বীজতলার চারাগুলো হলদে হয়ে যাওয়া, বৃদ্ধি ব্যাহত হওয়া এবং কোথাও কোথাও চারার দুর্বল হয়ে পড়ার চিত্র দেখা গেছে।

সরজমিনে উপজেলার বিভিন্ন ইউনিয়নের মাঠ ঘুরে দেখা যায়, অনেক কৃষকের বীজতলায় ইতোমধ্যে আংশিক ক্ষতি হয়েছে। কোথাও কোথাও পুরো বীজ তলাই নষ্ট হয়ে গেছে। এতে নির্ধারিত সময়ে ধান রোপণ করা নিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছেন কৃষকেরা।

কৃষকরা জানান, দিনের পর দিন সূর্যের দেখা না পাওয়া এবং ঘন কুয়াশার কারণে বীজতলার চারাগুলো স্বাভাবিকভাবে বেড়ে উঠতে পারছে না। অনেক জমিতে পানি জমে থাকায় এর প্রভাব আরও তীব্র হচ্ছে। ফলে বীজতলা পুরোপুরি নষ্ট হয়ে গেলে নতুন করে বীজতলা তৈরিতে বাড়তি খরচ ও সময় লাগবে বলে আশঙ্কা করছেন তারা।

উপজেলার কৈমারী ইউনিয়নের কৃষক কাজি আখেরুজ্জামান অন্তু বলেন, পলিথিন আর খড় দিয়ে ঢেকে রাখছি, তবুও তেমন কাজে আসছে না। খুব দুশ্চিন্তায় আছি। নেকবক্ত ইউনিয়নের কুঠিপাড়ার কৃষক আজহার জানান, বীজতলাই যদি ঠিক না থাকে, তাহলে পরে জমিতে ধান রোপণ করাও ঝুঁকির মধ্যে পড়বে। এখন শুধু আল্লাহর ওপর ভরসা রেখে কৃষি অফিসের পরামর্শ মেনে চলছি।

আরও পড়ুন

কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে জলঢাকা উপজেলায় প্রায় ৮৪২ হেক্টর জমিতে বোরো ধানের বীজতলা তৈরি করা হয়েছে। উপজেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো. খোরশেদ আলম জানান, তীব্র শীত ও ঘন কুয়াশার কারণে বোরো বীজতলায় ‘কোল্ড ইনজুরি’ দেখা দিয়েছে।

তবে রোদ উঠলে ক্ষতির আশঙ্কা অনেকটাই কমে আসবে। তিনি আরও বলেন, বীজতলার সুরক্ষায় বিকেলে হালকা সেচ দেওয়া, সকালে জমির পানি বের করে দেওয়া, কুয়াশা ঝেড়ে ফেলা এবং প্রয়োজন হলে পলিথিন দিয়ে ঢেকে রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। মাঠ পর্যায়ে কৃষকদের নিয়মিত পরামর্শ ও সহযোগিতা দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তীব্র শীত ও ঘন কুয়াশায় জলঢাকায় বোরো বীজতলার ব্যাপক ক্ষতি

যমুনা ব্যাংক পিএলসি'র বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত

সাশ্রয়ী মূল্যে ইলেকট্রিক স্কুটার নিয়ে বাণিজ্য মেলায় ‘রাইডো’

ঢাকার ধানমন্ডি ৬-এ ব্র্যাক ব্যাংকের নতুন শাখা উদ্বোধন

রংপুরে আলু ক্ষেতে মড়ক রোগ দুশ্চিন্তায় কৃষকরা

ইসলামী ব্যাংকের আমানত এখন ১ লক্ষ ৮৩ হাজার কোটি