ভিডিও শনিবার, ১০ জানুয়ারি ২০২৬, ২৬ পৌষ ১৪৩২

প্রকাশ : ১০ জানুয়ারী, ২০২৬, ০৬:৩৯ বিকাল

বগুড়ার শিবগঞ্জে ফুলকপি বিক্রি করে কৃষকের মুখে হাসি

বগুড়ার শিবগঞ্জে ফুলকপি বিক্রি করে কৃষকের মুখে হাসি

মোকামতলা (বগুড়া) প্রতিনিধি : শিবগঞ্জে ফুলকপির দাম বেড়েছে। বাজারে ফুলকপি বিক্রি করে কৃষকের মুখে হাসি ফুটেছে। শিবগঞ্জের কৃষক শীতকালীন বিভিন্ন সবজির পাশাপাশি ফুলকপি ব্যাপক চাষ করেছেন। আজ শনিবার (১০ জানুয়ারি) উপজেলার বড় সবজি বাজার মহাস্থান হাটে ফুলকপি প্রতি মণ ১২শ’ থেকে ১৪শ’ টাকায় বেচাকেনা হয়।

হাটে ফুলকপি নিয়ে আসা কৃষক মোস্তাফিজার লোকমান, কাশেমসহ অনেকেই জানান, গত এক সপ্তাহ থেকে ফুলকপির দাম উঠতে শুরু হয়েছে। বাজারে ফুলকপি বাঁধাকপি বিক্রি করে উৎপাদন খরচ বাদ দিয়ে দ্বিগুণ লাভের টাকা ঘরে তুলছেন তারা।

মহাস্থানহাটে ফুলকপির পাশাপাশি নতুন আলু, সিম, গাজর ও টমেটোর দামও উঠেছে গত সপ্তাহ থেকে। কৃষকের আশা এইরকম বাজারদর থাকলে তারা ফুলকপিসহ অন্যান্য সবজি বিক্রি করে উৎপাদন মজুরি ও পরিবহন খরচ বাদ দিয়ে দ্বিগুণ লাভ পাবেন।

আরও পড়ুন

আবার অনেকের অভিযোগ, গত ২৫ থেকে ৩০ দিন আগে এই বাজারে ৮০ টাকা থেকে ১শ’ টাকায় ফুলকপি বিক্রি হয়েছে। এই সময় কৃষক অনেক ক্ষতিগ্রস্ত হন। অনেকে বাজারে ফুলকপি বিক্রি না করে জমিতেই নষ্ট করে অন্য ফসলের প্রস্তুতি নেন।

হাটে আগত পাইকার রাজ্জাক মতিন জানান, গত এক মাস আগের তুলনায় বর্তমানে বাজারে ফুলকপি আমদানি কম চাহিদা মোতাবেক পাওয়া যাচ্ছে না। আর সেই কারণেই বাজারে ফুলকপির দাম উঠেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার শিবগঞ্জে ফুলকপি বিক্রি করে কৃষকের মুখে হাসি

দেশীয় জলজ গাছ কেটে ফেলায় হাওরে মাছের আবাস ধ্বংস হচ্ছে : ফরিদা আখতার

ঘুমের মধ্যে আপনার পায়ের মাংসপেশিতে টান লাগলে যা করবেন

বগুড়ায় আগাম জাতের টমেটো চাষে লাভবান হচ্ছে কৃষক

আবারও আসছে রাজ-মিম জুটি

শীতে প্রাকৃতিক উপায়ে সর্দি-কাশি প্রতিরোধে তুলসী পাতার উপকারিতা