ভিডিও শুক্রবার, ০৯ জানুয়ারি ২০২৬, ২৫ পৌষ ১৪৩২

প্রকাশ : ০৯ জানুয়ারী, ২০২৬, ১০:১৫ রাত

বগুড়ার জামিল নগরে সড়কের কাজ শুরুর দাবিতে মানববন্ধন

বগুড়ার জামিল নগরে সড়কের কাজ শুরুর দাবিতে মানববন্ধন

বগুড়া শহরের জামিলনগর এলাকায় কলেজ গেইট থেকে জামিলনগর মোড় হয়ে মালগ্রাম, ছিলিমপুর, মেডিকেল সংযোগ সড়ক পর্যন্ত সড়কের সংস্কার কাজ পুনরায় করার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। আজ শুক্রবার (৯ জানুয়ারি) বাদ জু‘মা এলাকাবাসী এ মানববন্ধনে অংশ নেয়।

মানববন্ধন চলাকালে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন অধ্যক্ষ শফিকুল ইসলাম, সাংবাদিক মো: সাব্বির হাসান, ব্যবসায়ী ইনছান আলী প্রমুখ। এ সময় একই এলাকার আবু আতোয়ার ইসলাম, স্কুল শিক্ষক জাহাঙ্গীর আলম হেলাল, সহকারী অধ্যাপক আখতারুজ্জামান সাবু, সাবেক অধ্যক্ষ একেএম আজিজুল ইসলাম, ব্যবসায়ী সাইফুল ইসলামসহ কয়েকশ’ এলাকাবাসী উপস্থিত ছিলেন।

মানববন্ধনে অংশ নেওয়া বগুড়া পৌরসভার ৮ নং ওয়ার্ডের জামিলনগর, মালগ্রাম, ছিলিমপুর এলাকার স্থানীয় বাসিন্দারা জানান, সড়কটি দীর্ঘদিন খানা-খন্দে ভরা ছিলো। সম্প্রতি স্থানীয় বাসিন্দাদের আবেদনের প্রেক্ষিতে পৌরসভা ঠিকাদারের মাধ্যমে সড়কটি সংস্কারের কাজ শুরু করা হয়। স্থানীয়রা অভিযোগ করে বলেন, সড়কটির গাইডওয়াল ও ড্রেন নির্মাণের প্রথম ধাপে মাটি খোঁড়া হয়।

আরও পড়ুন

সেখানে জানেসাবা হাউজিং এ সরকারি আজিজুল হক কলেজের শিক্ষকের নির্মাণাধীন ভবনের সামনে রাতের আধারে গাইড ওয়ালের গর্ত ভরাট করা হয়। গতকাল বৃহস্পতিবার সকালে গর্ত ভরাট করা নিয়ে এলাকাবাসী ও ঠিকাদার প্রতিষ্ঠানের কর্মীদের সাথে বচসা হয় ওই শিক্ষকের।

পরে ওই শিক্ষক তার ছাত্রদের ভুল বুঝিয়ে সন্ত্রাসীদেরকে দিয়ে তাকে হেনস্থা করা হয়েছে দাবি করলে কলেজের ছাত্ররা এসে ওই এলাকায় বিক্ষোভ মিছিল করে। এ অবস্থায় ঠিকাদার অনুকূল পরিবেশ না পেয়ে কাজ বন্ধ রেখে চলে যান।

এলাকাবাসী অভিযোগ করে বলেন, আজিজুল হক কলেজের ওই শিক্ষক যেখানে ভবন নির্মাণ করছেন জানেসাবা হাউজিং এর প্রাচীর ঘেরা জায়গার মধ্যেই তার থাকার কথা। অথচ তিনি ক্ষমতার প্রভাব খাটিয়ে সেই প্রাচীর থেকে বাইরে এসে সড়কের কাজে বাধা দিয়ে এলাকার সাধারণ মানুষদের উন্নয়ন থেকে বঞ্চিত করছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার জামিল নগরে সড়কের কাজ শুরুর দাবিতে মানববন্ধন

বগুড়া শহরে যুবকের আত্মহত্যা

এনসিপির নির্বাচন পরিচালনা কমিটি পুনর্গঠন, দায়িত্বে যারা

নওগাঁর ধামইরহাট সীমান্তে ১৪শ’ পিস নেশা জাতীয় ট্যাবলেটসহ চোরাকারবারি আাটক

বগুড়ার ফুটপাতে বিক্রি হচ্ছে বিভিন্ন দেশের জাতীয় ফল

রংপুরের কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ডে পানি সরবরাহ না থাকায় ভোগান্তি