বগুড়ায় পরিবেশ আইনে তিনজনের ৫০ হাজার টাকা জরিমানা
স্টাফ রিপোর্টার : পরিবেশ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের উদ্যোগে ও জেলা প্রশাসন,বগুড়া এর সহযোগিতায় শহরের জামিলনগরে বগুড়া সরকারি আজিজুল হক কলেজের গেইট সংলগ্ন এলাকায় নির্মাণ,সংস্কার ও মেরামত কার্যক্রম পরিচালনাকারী তিনজন ব্যক্তিকে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ও বায়ু দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা অনুসারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মোট ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
বগুড়া জেলা প্রশাসন এর সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহরাব হোসেন নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। এ সময় পরিবেশ অধিদপ্তর,বগুড়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মাহথীর বিন মোহাম্মদ প্রসিকিউশন প্রদান করেন। বগুড়া জেলা পুলিশ এবং বগুড়া পৌরসভা অভিযান পরিচালনায় সহযোগিতা করে।
আরও পড়ুন
মন্তব্য করুন



-Arrest-695fa46910df4_medium_1767881236.jpg)




_medium_1767884882.jpg)