ভিডিও বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি ২০২৬, ২৪ পৌষ ১৪৩২

প্রকাশ : ০৮ জানুয়ারী, ২০২৬, ১১:১৪ দুপুর

দাপুটে জয় দিয়ে অস্ট্রেলিয়ার অ্যাশেজ মিশন সমাপ্ত

দাপুটে জয় দিয়ে অস্ট্রেলিয়ার অ্যাশেজ মিশন সমাপ্ত,ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক: অ্যাশেজের শুরুর সঙ্গে শেষটাও মিল রাখল অস্ট্রেলিয়া। সিরিজ নিশ্চিতের পর শেষটা রাঙালো জয় দিয়ে। সিডনিতে সিরিজের শেষ ও পঞ্চম টেস্টে সফরকারী ইংল্যান্ডকে ৫ উইকেটে হারিয়ে ৪-১ জয় নিয়ে শেষ করল অজিরা।

এই ম্যাচে ইংল্যান্ডের পরাজয় লেখা হয়ে গিয়েছিল চতুর্থ দিন শেষেই। আজ পঞ্চম দিনে ৮ উইকেটে ৩০২ রান নিয়ে সকালে ব্যাট করতে নামে ইংল্যান্ড। সকালে ৪০ রান যোগ করে অলআউট হয় ইংলিশরা। ৩৪২ রান করে দলটি। ফলে অস্ট্রেলিয়ার সামনে লক্ষ্য দাঁড়ায় ১৬০ রান। এর আগে ম্যাচের প্রথম ইনিংসে ইংল্যান্ড করেছিল ৩৮৪ রান। জবাবে অস্ট্রেলিয়া ৫৪২ রান করে বড় লিড পেয়েছিল। 

দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ১৫৪ রান করে জ্যাকব বেথেল। হ্যারি ব্রুক ও বেন ডাকেটের ব্যাট থেকে আসে সমান ৪২ রান করে। জেমি স্মিথ করেন ২৬ রান।

এই লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে খেলেন ট্রাভিস হেড ও জেক ওয়েদারাল্ড। ৬৩ বলে ৬২ রানের উদ্বোধনী জুটি গড়েন তারা দুজন। জশ টাংয়ের শিকার হয়ে হেড ফেরেন ৩৫ বলে ২৯ রান করে। ওয়েদারাল্ডও তার। এই ওপেনার করেন ৪০ বলে ৩৪ রান।

আরও পড়ুন

মারনাস লাবুশেন করেন ৪০ বলে ৩৭ রান। তিনি রানআউট হয়ে বিদায় নেন। অধিনায়ক স্টিভ স্মিথ ১২ বলে ১২ রান করে বোল্ড হন উইল জ্যাকসের বলে। ক্যারিয়ারের শেষ টেস্ট ইনিংস খেলতে নেমে উসমান খাজা করেন ৭ বলে ৬ রান। তাকেও বোল্ড করেন টাং। অজিদের জয় নিশ্চিত হয় অ্যালেক্স ক্যারি ও ক্যামেরন গ্রিনের ৪০ রানের জুটিতে। ২৭ বলে ১৬ রান করেন ক্যারি। গ্রিন করেন ২৭ বলে ২২ রান। অস্ট্রেলিয়া পায় ৫ উইকেটের জয়।

ম্যাচ-সেরা হয়েছেন প্রথম ইনিংসে দাপুটে সেঞ্চুরি হাঁকানো ট্রাভিস হেড। ১৬৬ বলে ১৬৩ রানের ইনিংস খেলেছিলেন তিনি। সিরিজ-সেরা খেলোয়াড় হয়েছেন মিচেল স্টার্ক। পাঁচ ম্যাচে তিনি শিকার করেছেন ৪৬টি উইকেট এবং ব্যাট হাতেও করেছেন ২০২ রান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভিভো এক্স৩০০ প্রো: প্রিমিয়াম ফ্ল্যাগশিপ ফিচার ও পারফরম্যান্স

গাজীপুরে এনসিপি নেতাকে গুলি করে মোটরসাইকেল ছিনতাই

মহিমাগঞ্জে আহলে হাদীস  জামে মসজিদে চুরি 

সিরাজগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে  খাদ্য সংরক্ষণ, ৫ প্রতিষ্ঠানের  জরিমানা

কুমিল্লা-৪ আসনে প্রার্থী হতে পারছেন না বিএনপির মঞ্জুরুল আহসান

এলপিজি ব‍্যবসায়ীদের ধর্মঘট প্রত‍্যাহার