ভিডিও বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি ২০২৬, ২৪ পৌষ ১৪৩২

প্রকাশ : ০৮ জানুয়ারী, ২০২৬, ০১:০৭ দুপুর

পয়েন্ট হারাল ম্যানসিটি ও ম্যানইউ

পয়েন্ট হারাল ম্যানসিটি ও ম্যানইউ, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগে একইদিনে পয়েন্ট হারিয়েছে ম্যানচেস্টারের দুই জায়ান্ট। ইতিহাদ স্টেডিয়ামে এসে ম্যানচেস্টার সিটি’র সঙ্গে ড্র করেছে ব্রাইটন। অন্যদিকে বার্নলির মাঠে গিয়ে ড্র করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। 

বুধবার (৭ জানুয়ারি) ইতিহাদ স্টেডিয়ামে স্বাগতিক ম্যানচেস্টার সিটিকে ১-১ গোলে রুখে দিয়েছে সফরকারী ব্রাইটন। প্রথমার্ধে পেনাল্টি থেকে গোল করে সিটিজেনদের এগিয়ে দেন আর্লিং হলান্ড। দ্বিতীয়ার্ধে সফরকারীদের সমতায় ফেরান কাউরো মিতোমা। এটি প্রিমিয়ার লিগে সিটির টানা তৃতীয় ড্র। আগের দুই ম্যাচে সান্ডারল্যান্ডের বিপক্ষে গোলশূন্য এবং চেলসির বিপক্ষে ১-১ গোলে ড্র করেছিল পেপ গার্দিওলার শিষ্যরা।

এই ড্রয়ে শীর্ষে থাকা আর্সেনালের সঙ্গে ব্যবধান আরও বাড়ল সিটির। ২১ ম্যাচে ১৩ জয় ও ৪ ড্রয়ে সিটির সংগ্রহ ৪৩ পয়েন্ট। এক ম্যাচ কম খেলা আর্সেনালের সংগ্রহ ৪৮ পয়েন্ট। আজ (৮ জানুয়ারি) রাতে লিভারপুলকে হারাতে পারলে ব্যবধান আরও বাড়াতে পারবে মিকেল আর্তেতার দল।

সিটি এদিন বলের দখল এবং আক্রমণে ব্রাইটনের চেয়ে অনেক এগিয়ে ছিল। ২০টি শট নিয়ে ৪টি লক্ষ্যে রাখতে পেরেছে গার্দওলার শিষ্যরা। অন্যদিকে ফাবিয়ান হারজেলারের শিষ্যরা মোটে ৭টি শট নিয়ে ৩টি লক্ষ্যে রাখে। ম্যাচের ৪১ মিনিটে পেনাল্টি থেকে গোল করে সিটিকে এগিয়ে দেন হলান্ড। এবারের লিগে এটি এই নরওয়েজিয়ানের ১৯তম গোল। দ্বিতীয়ার্ধের ৬০ মিনিটে ব্রাইটনকে সমতায় ফেরান মিতোমা। ম্যাচের বাকি সময় জয়সূচক গোলের সন্ধান করলেও সফলতা পায়নি সিটি। ম্যাচের শেষদিকে সহজ সুযোগ পেয়েও মিস করেন হলান্ড, যার খেসারত তার দল দিয়েছে পয়েন্ট খুইয়ে।

আরও পড়ুন

অপরদিকে হ্যাটট্রিক ড্র করেছে ম্যানচেস্টার ইউনাইটেডও। আগের ম্যাচে লিডসের বিপক্ষে ১-১ গোলে ড্রয়ের পর চাকরি হারিয়েছেন ইউনাইটেডের কোচ রুবেন আমোরিম। তার আগের ম্যাচে উলভারহ্যাম্পটনের বিপক্ষেও একই ব্যবধানে ড্র করে তারা। এদিন অতর্বর্তীকালীন কোচ ড্যারেন ফ্লেচারের অধীনে খেলতে নেমে গোল একটা বেশি করলেও ম্যাচের ফল বদলাতে পারেনি তারা। আইডেন হ্যাভেনের আত্মঘাতী গোলে প্রথমার্ধে পিছিয়ে পড়েছিল সফরকারীরা। তবে দ্বিতীয়ার্ধে ১০ মিনিটের ব্যবধানে জোড়া গোল করে ইউনাইটেডকে এগিয়ে দেন বেনিয়ামিন সিসকো। কিন্তু জেইডন অ্যান্থনি গোল করে বার্নলিকে ১টি পয়েন্ট এনে দেন।

২-২ গোলে এই ড্রয়ের পর ২১ ম্যাচে ৮টি করে জয় ও ড্রয়ে ইউনাইটেড ৩২ পয়েন্ট নিয়ে সাতে নেমে গেছে। অন্যদিকে বার্নলি সমান ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে ১৯ নম্বরে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরের গঙ্গাচড়ায় শীতে ক্ষতিগ্রস্ত বোরো বীজতলা, রোপণ নিয়ে শঙ্কা

ভিভো এক্স৩০০ প্রো: প্রিমিয়াম ফ্ল্যাগশিপ ফিচার ও পারফরম্যান্স

গাজীপুরে এনসিপি নেতাকে গুলি করে মোটরসাইকেল ছিনতাই

মহিমাগঞ্জে আহলে হাদীস  জামে মসজিদে চুরি 

সিরাজগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে  খাদ্য সংরক্ষণ, ৫ প্রতিষ্ঠানের  জরিমানা

কুমিল্লা-৪ আসনে প্রার্থী হতে পারছেন না বিএনপির মঞ্জুরুল আহসান