ভিডিও বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি ২০২৬, ২৪ পৌষ ১৪৩২

প্রকাশ : ০৮ জানুয়ারী, ২০২৬, ০৪:৪৬ দুপুর

পরপারে মোহামেডানের ‘আতা ভাই’

পরপারে মোহামেডানের ‘আতা ভাই’, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : তীব্র শীতের দিনে ম্যাচ। গ্যালারি স্বাভাবিকভাবেই খা খা করছে। এমন সব পরিস্থিতিতেও মোহামেডান গ্যালারিতে একটা মুখ ছিল বেশ নিয়মিত। তিনি ছিলেন মোহাম্মদ আতাউর রহমান। ‘আতা ভাই’ নামে পরিচিত যেই মোহামেডান অন্তঃপ্রাণ সমর্থক চলে গেছেন না ফেরার দেশে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

গতকাল বুধবার রাতে ৭৬ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বেশ কিছুদিন ধরেই তিনি বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন। বুধবার রাতে হাসপাতালে নেওয়ার পথেই তিনি মারা যান। 

২০২৩ সাল থেকে সুদিন ফিরে এসেছে মোহামেডানে। শেষ দুই বছরে একটি করে ফেডারেশন কাপ ও লিগ শিরোপা জিতেছে সাদা কালোরা। এর আগে ২২ বছর ধরে চ্যাম্পিয়ন হতে পারেনি দলটা। ঠিক সেই সময়েও মোহামেডানকে আকুণ্ঠ সমর্থন দিয়ে গেছেন আতাউর। ফুটবল তো বটেই, হকি আর ক্রিকেট ম্যাচেও উপস্থিতি ছিল তার। তবে শেষ কিছু দিনে সে উপস্থিতি কমে আসছিল। শেষ বছর চারেক ধরে জাতীয় স্টেডিয়ামের সংস্কার কাজ চলছে। লিগের খেলা চলে গেছে ঢাকার বাইরে। একই সময়ে আতাউরের শরীরও নাজুক হয়ে পড়ছিল। এই সময়েও অবশ্য মোহামেডানকে ছাড়েননি, খোঁজ নিতেন নিয়মিত। 

আরও পড়ুন

তার মৃত্যুতে মোহামেডানসহ ক্রীড়াঙ্গনে শোক নেমে এসেছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন একটি বিবৃতিতে শোকবার্তা জানিয়েছে। আজ বৃহস্পতিবার বাদ জোহর তার নামাজে জানাজা টিকাটুলি মসজিদের প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভিভো এক্স৩০০ প্রো: প্রিমিয়াম ফ্ল্যাগশিপ ফিচার ও পারফরম্যান্স

গাজীপুরে এনসিপি নেতাকে গুলি করে মোটরসাইকেল ছিনতাই

মহিমাগঞ্জে আহলে হাদীস  জামে মসজিদে চুরি 

সিরাজগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে  খাদ্য সংরক্ষণ, ৫ প্রতিষ্ঠানের  জরিমানা

কুমিল্লা-৪ আসনে প্রার্থী হতে পারছেন না বিএনপির মঞ্জুরুল আহসান

এলপিজি ব‍্যবসায়ীদের ধর্মঘট প্রত‍্যাহার