ভিডিও বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি ২০২৬, ২৪ পৌষ ১৪৩২

প্রকাশ : ০৮ জানুয়ারী, ২০২৬, ০১:৪৬ রাত

পিএসএলে নিবন্ধন করেছেন মুস্তাফিজসহ ১০ বাংলাদেশি

ছবি: সংগৃহীত, পিএসএলে নিবন্ধন করেছেন মুস্তাফিজসহ ১০ বাংলাদেশি

স্পোর্টস ডেস্ক : আসন্ন আইপিএলে ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশে বাংলাদেশি বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। তবে আইপিএলে উপেক্ষিত হলেও পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলার সুযোগ পাচ্ছেন এই তারকা পেসার।

আইপিএল থেকে বাদ পড়ার তিন দিন পর পাকিস্তান সুপার লিগের ১১তম আসরের জন্য আনুষ্ঠানিকভাবে নিবন্ধন করেছেন মুস্তাফিজুর রহমান। টুর্নামেন্টে অংশ নিতে আগ্রহী বিদেশি ক্রিকেটারদের চলমান নিবন্ধন প্রক্রিয়ায় তার নাম যুক্ত হয়েছে।

সংবাদমাধ্যম ডেইলি পাকিস্তান জানিয়েছে, পিএসএলের আসন্ন মৌসুমের জন্য বিদেশি খেলোয়াড়দের নিবন্ধন কার্যক্রম ২০ জানুয়ারি পর্যন্ত চলবে। এই তালিকায় মুস্তাফিজুর রহমানসহ এখন পর্যন্ত মোট ১০ জন বাংলাদেশি ক্রিকেটার নাম লিখিয়েছেন।

নিবন্ধন করা বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন হলেন মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, সাকিব আল হাসান, রিশাদ হোসেন এবং তানজিদ হাসান তামিম।

আরও পড়ুন

এবার ৮ দল নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে পিএসএলের ১১তম আসর। টুর্নামেন্ট শুরু হবে আগামী ২৩ মার্চ এবং চলবে ৩ মে পর্যন্ত। অন্যদিকে আইপিএলের ১৯তম আসর মাঠে গড়াবে ২৬ মার্চ।

এর আগে ২০১৮ সালে পিএসএলে খেলেছিলেন মুস্তাফিজুর রহমান। লাহোর কালান্দার্সের হয়ে সে আসরে তিনি ৫ ম্যাচে ৪টি উইকেট শিকার করেছিলেন। সাত বছর পর আবারও পিএসএলের মঞ্চে ফেরার অপেক্ষায় রয়েছেন বাংলাদেশের এই বাঁহাতি পেসার।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রবির নির্দেশনায বাবুল, তানভীর, নাবিলা

২৯৫টি অত্যাবশ্যকীয় ওষুধের দাম বেঁধে দেবে সরকার

অবৈধ স্থাপনা ও অরক্ষিত রেললাইনে ঝুঁকিতে আ: হ: কলেজের ৩৫ হাজার শিক্ষার্থী

বিশ্বকাপে অংশগ্রহণের ব্যাপারে সতর্ক সিদ্ধান্ত নিতে বললেন তামিম

সাফল্যের দুই দশকে এখনো শীর্ষে অপূর্ব

বগুড়ায় পরিবেশ আইনে তিনজনের ৫০ হাজার টাকা জরিমানা