বিশ্বকাপে অংশগ্রহণের ব্যাপারে সতর্ক সিদ্ধান্ত নিতে বললেন তামিম
আইপিএলে প্রথমবার কলকাতা নাইট রাইডার্সের জার্সি গায়ে জড়ানোর সুযোগ ছিল মুস্তাফিজুর রহমানের। ৯.২০ কোটি রুপিতে সবশেষ মিনি নিলাম থেকে তাকে দলে নিয়েছিল ফ্র্যাঞ্চাইজিটি। তবে আসর শুরুর আগেই বাংলাদেশি এই তারকাকে স্কোয়াড থেকে বাদ দিয়েছে কলকাতা।
মূলত ভারতজুড়ে বাংলাদেশি ক্রিকেটারকে বাদ দিতে বিক্ষোভ করে আসছিল কট্টর হিন্দুত্ববাদী সংগঠনগুলো। যার রেশ ধরে বিসিসিআই ফিজকে বাদ দেওয়ার নির্দেশনা দেয়। যা বাংলাদেশ-ভারতের ক্রিকেটীয় সম্পর্কের ভবিষ্যতকেও শঙ্কায় ফেলেছে! পরে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারত না যাওয়ার সিদ্ধান্ত নেয় বিসিবি।
এ প্রসঙ্গে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) তামিম ইকবাল বলেন, ‘একটা চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার পর ঐ আলোচনাগুলো (আইসিসির সঙ্গে আলোচনা) সম্পন্ন করার পর একটা মন্তব্য জানানো উচিত। প্রতিটা পদক্ষেপের পর যদি বিষয়গুলো প্রকাশ করেন তাহলে খামাখা একটা অনিশ্চয়তা তৈরি হবে। যেটা এখন হয়ে গিয়েছে।’
আরও পড়ুন‘এক সপ্তাহ পর যদি সিদ্ধান্ত পরিবর্তন হয়, পরিবর্তন হয়ে যদি অন্য রকম হয় (ভারতে বিশ্বকাপ খেলা), তখন প্রথম যা বলেছিলেন সেটা উত্তর কী দেবেন? এটা ঠিক না। এই কারণে আমার কাছে মনে হয় আপনারা নিজেদের মধ্যে সিদ্ধান্ত নেন। সিদ্ধান্ত নেয়ার পর জানান।’-যোগ করেন তিনি।
বিসিবিকে আলোচনার মাধ্যমে সঠিক সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দিয়েছেন তামিম, ‘যখন আমরা গিয়েছি (ভারত) তখন তো এরকম পরিস্থিতি আসে নাই আমাদের কাছে। নিরাপত্তা নিয়ে কোনো উদ্বেগ ছিল না। আমি শুধু একা না আরও অনেকেই বিভিন্ন কাজে যায়। এখন পরিস্থিতি একটু অন্য রকম হয়েছে। আমি যেটা বললাম যেহেতু আমার কাছে মন্তব্য করার মতো খুব বেশি তথ্য নেই। তারপরেও আমি বলব পৃথিবীতে অনেক কিছু আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করা যায়। আপনারা আলোচনা শুরু করেন, কথা বলেন, ঐভাবে যদি সমাধান হয় সবচেয়ে ভালো।’
মন্তব্য করুন

_medium_1767879214.jpg)







_medium_1767884882.jpg)