বগুড়ার মোকামতলায় তিন স্থানে যানজট ভোগান্তিতে সাধারণ মানুষ
মোকামতলা (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শিবগঞ্জের মোকামতলা বন্দরের মহাসড়কে পৃথক তিন স্থানে যানজটে ভোগান্তিতে সাধারণ মানুষ। মোকামতলায় প্রতিদিন বাজার বসে। এছাড়া ১৫ থেকে ১৬টি মার্কেটসহ শত শত ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে উঠেছে। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় মোকামতলা বাসস্ট্যান্ড থেকে তিন উপজেলার মানুষ যাতায়াত করেন।
ফলে ভোর থেকে মধ্যরাত পর্যন্ত হাজার হাজার মানুষের সমাগম হয়। ঢাকা-রংপুর মহাসড়টি গেছে মোকামতলা বন্দরের মাঝ পথে দিয়ে। সরজমিনে দেখা যায়, চার লেন মহাসড়কের স্থানীয় বাসস্ট্যান্ড পশ্চিম পাশে এবং পূর্ব পাশে এছাড়া সোনাতলা বাসস্ট্যান্ড সড়কের দুই পাশ দিয়ে শত শত সিএনজি চালিত অটোরিকশা ও ব্যাটারিচালিত অটোরিকশা দাঁড়িয়ে থাকে, আর সেই কারণেই যানজটের সৃষ্টি হয়।
যানজটের কবলে পড়া কয়েকজন ভুক্তভোগীসহ স্থানীয়দের অভিযোগ, যে স্থানীয় ট্রাফিক পুলিশরা বন্দর থেকে একটু দূরে মহাসড়কে মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের কাগজপত্র পরীক্ষা-নিরীক্ষা করতে দেখা যায় প্রতিদিন।
আরও পড়ুনতাদের অভিযোগ ট্রাফিক পুলিশ ইচ্ছে করলে এই তিন স্থানে যানজট মুক্ত রাখতে পারেন। কিন্তু তাদের কোন ভূমিকা দেখা যায় না। প্রতিদিন হাজার হাজার মানুষকে যানজট থেকে মুক্ত রাখতে সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন ভুক্তভোগীরা।
চালকরা জানান, তাদের গাড়ি রাখার কোন নির্দিষ্ট স্থান নেই। তাই তারা বাধ্য হয়ে মহাসড়কেই তাদের গাড়িগুলো রেখে যাত্রী ওঠানামা করান। স্থানীয় ট্রাফিক ফাঁড়ির এসআই মিনার চন্দ্র রায় জানান, তারা যানবাহনের কাগজপত্র পরীক্ষা-নিরীক্ষা করার পরও যানজট মুক্ত রাখার চেষ্টা করেন।
মন্তব্য করুন



-Arrest-695fa46910df4_medium_1767881236.jpg)



