ভিডিও বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি ২০২৬, ২৪ পৌষ ১৪৩২

প্রকাশ : ০৮ জানুয়ারী, ২০২৬, ০৮:৪১ রাত

‘রূপনগর’এর ১০০’তম পর্ব উদযাপন

‘রূপনগর’এর ১০০’তম পর্ব উদযাপন

অভি মঈনুদ্দীন ঃ দীপ্ত টিভিতে প্রচার চলতি ধারাবাহিক নাটক ‘রূপনগর’ এরইমধ্যে ১০০’তম পর্ব পার করেছে। ১০০তম পর্ব প্রচার উপলক্ষ্যে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত দীপ্ত টিভিতেই শততম পর্ব প্রচারের উদযাপন করা হয়। নাটকটি প্রতিদিন সন্ধ্যা ৭.৩০ মিনিটে প্রচার হয়। নাটকটি রচনা করেছেন লিটু নাখাওয়াত ও পরিচালনা করেছেন গুনী নাট্যনির্মাতা কায়সার আহমেদ।

এরইমধ্যে নাটকটিতে আরো বেশকিছু শিল্পী যুক্ত হয়েছেন। নাটকটির শততম পর্ব উদযাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালক কায়সার আহমেদ, প্রধান সহকারী পরিচালক জীবন রায়’সহ অভিনয়শিল্পী ওবিদ রেহান, সুমনা সোমা, আনিকা কবির শখ, এমিলা, আঁখি, শিবলী নোমান’সহ আরো অনেক অভিনয় শিল্পী। শিল্পীরা ভীষণ উচ্ছ্বসিত মেগা এই ধারাবাহিকের শততম পর্ব প্রচার সম্পন্ন হবার কারণে। আনিকা কবির শখ বলেন,‘ কায়সার ভাই অত্যন্ত গুনী একজন নির্মাতা। বিচক্ষণ একজন পরিচালক। তার নির্দেশনায় এর আগেও আমি কাজ করেছি। তবে রূপনগর-এ কাজ করে আমি মুগ্ধ। এই নাটকে অভিনয়ের জন্য বেশ সাড়া পাচ্ছি আমি। আশা করছি আগামীতেও এই নাটকের জনপ্রিয়তা বা দর্শকপ্রিয়তা আরো বাড়বে। ধন্যবাদ জীবন দাদাকেও সবসময় আমাদের সর্বাত্ব সহযোগিতা করার জন্য। সকল শিল্পী কলা কুশলীর জন্য অনেক অনেক শুভ কামনা।’

নির্মাতা কায়সার আহমেদ বলেন,‘ শিল্পীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা, ভালোবাসা। কারণ সবাই অনেক কষ্ট করে, শ্রম দিয়ে অভিনয় করেন। সবাই যার যার চরিত্র যথাযথভাবে ফুটিয়ে তোলার জন্য আন্তরিক চেষ্টা করেন। বিশেষত যারা সিনিয়র শিল্পী আছেন তাদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা। কারণ তারা অনেক ধৈর্য্য ধরে গল্প বুঝে অভিনয় করেন। কৃতজ্ঞ দীপ্ত চ্যানেল কর্তপক্ষের কাছে। রূপনগর-কে ভালোবেসে গ্রহন করার জন্য দর্শকের প্রতিও কৃতজ্ঞ আমি।’

আরও পড়ুন

অভিনেত্রী সানজিদা কানিজ বলেন,‘ আমি এই নাটকে নতুন শিল্পী হিসেবে যুক্ত হয়েছি। কিন্তু সবার আন্তরিকতায় আমি মুগ্ধ।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘রূপনগর’এর ১০০’তম পর্ব উদযাপন

চাঁদপুরে মোটরসাইকেলের ধাক্কায় সাইকেল আরোহীর মৃত্যু

পাবনার বেড়ায় রাত নয়টা বাজলেই থাকে না গ্যাস সরবরাহ

নিরাপত্তা ঝুঁকির কারণে ভারতে খেলতে যাবে না বাংলাদেশঃ পররাষ্ট্র উপদেষ্টা

স্থায়ী বহিষ্কার হচ্ছেন ঢাবির আওয়ামীপন্থী চার শিক্ষক

জুলাইযোদ্ধাদের দায়মুক্তি দিয়ে অধ্যাদেশের খসড়া তৈরি: আসিফ নজরুল