ভিডিও বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি ২০২৬, ২৪ পৌষ ১৪৩২

প্রকাশ : ০৭ জানুয়ারী, ২০২৬, ০৬:৪২ বিকাল

২০২৫ সালে এমিরেটস স্কাইকার্গোর প্রায় ৮০% শীপমেন্ট বুকিং ডিজিটালি প্লাটফর্মে

এমিরেটসের পণ্য পরিবহণ বিভাগ এমিরেটস স্কাইকার্গোর জন্য বিগত ২০২৫ ছিল অন্যতম সফল একটি বছর। এই সফলতার মুলে ছিল ডিজিটাল পদ্ধতির ব্যপক ব্যবহার, নিজস্ব বহর সম্প্রসারণ, এবং গ্রাহক-কেন্দ্রিক উদ্ভাবনে ধারাবাহিক বিনিয়োগ। অধিকতর স্মার্ট ও দক্ষ কার্গো পরিবহণ ও ব্যবস্থাপনার ক্ষেত্রে অন্যতম সাফল্য ছিল মোট শীপমেন্টের প্রায় ৮০ শতাংশই ডিজিটাল প্ল্যাটফর্মে বুকিং ।

ডিজিটাল প্লাটফর্মের ব্যবহারের ফলে বুকিং প্রক্রিয়া আরও সহজ হয়েছে, কার্গো পরিবহণে ভিজিবিলিটি বৃদ্ধি পেয়েছে এবং বিশ্বব্যাপী নেটওয়ার্কজুড়ে গ্রাহক অভিজ্ঞতা আরও উন্নত হয়েছে।

একই সঙ্গে, ২০২৫ সালে এমিরেটস স্কাইকার্গো তাদের ফ্রেইটার বহর সম্প্রসারণ ও আধুনিকায়ন করেছেÑনতুন বোয়িং ৭৭৭ ফ্রেইটার যুক্ত করা হয়েছে এবং পুরোনো উড়োজাহাজগুলোকে কার্যক্রম থেকে বাদ দেয়া হয়েছে। ২০২৬ সালের শেষ নাগাদ,  ১০টি অতিরিক্ত বোয়িং ৭৭৭এফ ডেলিভারি পেলে  এয়ারলাইনটির বহরে মোট ফ্রেইটারের সংখ্যা কমপক্ষে ২১টি উন্নীত হবে, যা নিজস্ব নেটওয়ার্ক সম্প্রসারণে সহায়ক হবে।

২০২৫ সালে এমিরেটস স্কাইকার্গো নতুন আটটি ফ্রেইটার গন্তব্য যুক্ত করার ফলে, ছয় মহাদেশে তাদের ডেডিকেটেড ফ্রেইটার নেটওয়ার্ক বিস্তৃত হয়ে ৪২টি গন্তব্যে পৌঁছেছে। প্রধান বাণিজ্যিক হাবগুলোতে ফ্রিকোয়েন্সি বৃদ্ধি এবং কৌশলগত ইন্টারলাইন অংশীদারিত্ব সম্প্রসারণের মাধ্যমে বিশ্বব্যাপী প্রাইমারি, সেকেন্ডারি ও টারশিয়ারি বাজারে সংযোগ আরও জোরদার হয়েছে।

ভবিষ্যৎ প্রস্তুতির অংশ হিসেবে অপারেশনাল বিনিয়োগ অব্যাহত রয়েছে। এসময় কম কার্বন নির্গমনকারী গ্রাউন্ড ট্রান্সপোর্ট, পরবর্তী প্রজন্মের কার্গো সলিউশন এবং উন্নত ডিজিটাল প্ল্যাটফর্ম প্রবর্তন করা হয়েছে। পাশাপাশি, পচনশীল ও ফার্মাসিউটিক্যাল সামগ্রী পরিবহণ, এরোস্পেস এবং সুরক্ষিত শীপমেন্ট নিশ্চিতকরনসহ  বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতগুলোতে এয়ারলাইনটির পারফর্মেন্স ছিল উল্লেখযোগ্য।

আরও পড়ুন

এমিরেটস কুরিয়ার এক্সপ্রেস চালু ও দ্রুত সম্প্রসারনের ফলে এয়ারলাইনের ডোর-টু-ডোর ডেলিভারি সক্ষমতা আরও বৃদ্ধি পেয়েছে, নেটওয়ার্কজুড়ে নির্ভরযোগ্য ও দ্রুত ডেলিভারি নিশ্চিত করা গেছে।

এমিরেটস স্কাইকার্গো ২০২৬ সালে তাদের সক্ষমতাকে দ্বিগুণ করার পরিকল্পনা গ্রহণ করেছে। এসময় ২০টি নতুন ফ্রেইটার গন্তব্য নেটওয়ার্কে যুক্ত হবে । ২০২৬ ও পরবর্তী বছরগুলোতে এমিরেটস স্কাইকার্গো ডিজিটাল-ফার্স্ট নীতি এবং  স্মার্ট লজিস্টিকস সমাধানের মাধ্যমে এয়ারকার্গো পরিবহণে তাদের অবস্থান আরও সুদৃঢ করার পরিকল্পনা বাস্তবায়ন করছে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রবির নির্দেশনায বাবুল, তানভীর, নাবিলা

২৯৫টি অত্যাবশ্যকীয় ওষুধের দাম বেঁধে দেবে সরকার

অবৈধ স্থাপনা ও অরক্ষিত রেললাইনে ঝুঁকিতে আ: হ: কলেজের ৩৫ হাজার শিক্ষার্থী

বিশ্বকাপে অংশগ্রহণের ব্যাপারে সতর্ক সিদ্ধান্ত নিতে বললেন তামিম

সাফল্যের দুই দশকে এখনো শীর্ষে অপূর্ব

বগুড়ায় পরিবেশ আইনে তিনজনের ৫০ হাজার টাকা জরিমানা