ভিডিও বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি ২০২৬, ২৪ পৌষ ১৪৩২

প্রকাশ : ০৮ জানুয়ারী, ২০২৬, ০৭:৪১ বিকাল

এমটিবি ও এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড-এর মধ্যে সমন্বিত ক্যাশ ম্যানেজমেন্ট সল্যুশনের চুক্তি স্বাক্ষর

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) সম্প্রতি এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড-এর সঙ্গে একটি ক্যাশ ম্যানেজমেন্ট সেবা সংক্রান্ত চুক্তি স্বাক্ষর করেছে। এমটিবির কর্পোরেট হেড অফিস এমটিবি সেন্টার, গুলশান-১, ঢাকায় আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে এই চুক্তি স্বাক্ষরিত হয়।


এই চুক্তির আওতায় এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড এমটিবির কর্পোরেট ইন্টারনেট ব্যাংকিং প্ল্যাটফর্ম এমটিবি ই-ব্যাংক-এর সঙ্গে সমন্বিত একটি আধুনিক ক্যাশ ম্যানেজমেন্ট সল্যুশনের মাধ্যমে নির্বিঘ্নে সকল প্রকার আর্থিক লেনদেন পরিচালনা করতে পারবে। পাশাপাশি, ব্যবহারকারীরা এমটিবি ই-ব্যাংক অ্যাপের মাধ্যমে বায়োমেট্রিক অথেনটিকেশনের সহায়তায় সহজ ও নিরাপদভাবে লেনদেন অনুমোদনের সুবিধা উপভোগ করবেন।


চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এমটিবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুর রহমান এবং এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক সায়েফ উদ্দিন নাসির চুক্তি বিনিময় করেন।

আরও পড়ুন

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এমটিবির হোলসেল ব্যাংকিং ডিভিশনের ডিভিশনাল হেড মোহাম্মদ মামুন ফারুক, হোলসেল ব্যাংকিং ডিভিশন–১-এর ইউনিট প্রধান ইভা রহমান, এসএমই ও কৃষি ব্যাংকিং বিভাগের প্রধান সঞ্জীব কুমার দে, কার্ড বিভাগের প্রধান মো. আবু বকর সিদ্দিক, ক্যাশ ম্যানেজমেন্ট ও ট্রানজেকশন ব্যাংকিং বিভাগের ডিভিশনাল হেড মোহাম্মদ আশিক ইকবাল খান। এছাড়াও এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড-এর প্রধান আর্থিক কর্মকর্তা আবুল বশির খান এবং ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস বিভাগের ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ তানভীর হোসেনসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমটিবি ও এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড-এর মধ্যে সমন্বিত ক্যাশ ম্যানেজমেন্ট সল্যুশনের চুক্তি স্বাক্ষর

প্রধান বিচারপতির বাসভবনসহ বিভিন্ন স্থানে সভা-সমাবেশ নিষিদ্ধ

বগুড়া শহরের ফুটপাতে বিক্রি হচ্ছে  বিশ্বের নানা দেশের জাতীয় ফল

চলতি মাসে চালু হবে এনআইডি সংশোধন কার্যক্রম

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বের দল ঘোষণা বাংলাদেশের

গাজীপুরে ঝুট গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট