ভিডিও বুধবার, ০৭ জানুয়ারি ২০২৬, ২৩ পৌষ ১৪৩২

প্রকাশ : ০৭ জানুয়ারী, ২০২৬, ০৩:১৪ দুপুর

২০২৬ সালের শেষ পর্যন্ত সান্তোসে নেইমার

২০২৬ সালের শেষ পর্যন্ত সান্তোসে নেইমার, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : সান্তোসের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াতে সম্মত হয়েছেন নেইমার। মঙ্গলবার ব্রাজিলের ক্লাবটি এমন তথ্য জানিয়েছে। সাম্প্রতিক ইনজুরির ধকল সামলেও বিশ্বকাপ দলে ফেরার আশা ছাড়ছেন না ৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ড। নতুন চুক্তিতে তিনি ২০২৬ সালের শেষ পর্যন্ত সান্তোসে থাকবেন। 

নেইমার ২০২৫ সালের জানুয়ারিতে শৈশবের ক্লাবটিতে যোগ দেন। ব্রাজিলিয়ান শীর্ষ লিগে ক্লাবটির টিকে থাকার লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকাও রাখেন তিনি। শেষ পাঁচ ম্যাচে পাঁচ গোল করে দলকে বড় সহায়তা দেন। ক্লাবের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে নেইমার বলেছেন, ‘সান্তোসই আমার জায়গা, এখানে ঘরের মতো অনুভব করি। তোমাদের সঙ্গে আমি সেই স্বপ্নগুলো পূরণ করতে চাই, যেগুলো এখনও অপূর্ণ।’ ব্রাজিলিয়ান তারকা দীর্ঘদিন ধরে ইনজুরিতে ভুগছেন। গত মাসে হাঁটুর সফল অস্ত্রোপচারও করেছেন তিনি।

আরও পড়ুন

বার্সেলোনা ও প্যারিস সেন্ত জার্মেইয়ের সাবেক এই তারকা ব্রাজিলের হয়ে সর্বোচ্চ ৭৯ গোলের মালিক। তবে ২০২৩ সালের পর থেকে পাঁচবারের বিশ্বকাপজয়ী দলের হয়ে আর মাঠে নামা হয়নি তার। গত অক্টোবরে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি জানান, দলে ফেরার জন্য নেইমারকে পুরোপুরি ফিট থাকতে হবে। আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে বিশ্বকাপ। গ্রুপ ‘সি’-তে ব্রাজিলের প্রতিপক্ষ স্কটল্যান্ড, মরক্কো ও হাইতি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার শাজাহানপুরে ডিবি পুলিশ পরিচয়ে মহাসড়কে ফিল্মি স্টাইলে ডাকাতির ঘটনায় গ্রেফতার ৫

নির্বাচন ও গণভোট বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরের জন্য গুরুত্বপূর্ণ

থালাপাতি বিজয়কে সিবিআইয়ের তলব

বগুড়ার মোকামতলায় তিন স্থানে যানজট ভোগান্তিতে সাধারণ মানুষ

মাঝপথে বিপিএল ছেড়ে চলে গেলেন আমির

জয়পুরহাটের আক্কেলপুরে এক ব্যক্তির আত্মহত্যা