যুক্তরাষ্ট্রের ভিসা পেতে বাংলাদেশিদের লাগবে ১৮ লাখ টাকা
আন্তর্জাতিক ডেস্ক : বাংলাদেশসহ বিশ্বের ৩৮টি দেশের নাগরিকদের জন্য নতুন ‘ভিসা বন্ড’ নিয়ম চালু করেছে যুক্তরাষ্ট্র। ভিসা বন্ড তালিকায় আগে আফ্রিকা, লাতিন আমেরিকা ও দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশ ছিল। মঙ্গলবার এ তালিকায় বাংলাদেশসহ আরও বেশ কয়েকটি দেশের নাম যোগ করা হয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের ভ্রমণবিষয়ক ওয়েবসাইটে এই তথ্য জানানো হয়।
‘ভিসা বন্ড’ নীতিমালার কারণে যুক্তরাষ্ট্রে প্রবেশের আবেদনের ক্ষেত্রে যেসব দেশের নাগরিকদের অবশ্যই ১৫ হাজার ডলার পর্যন্ত জামানত দিতে হবে, তার মধ্যে বাংলাদেশ পড়ে গেল। এই তালিকায় এখন বাংলাদেশসহ এই ৩৮টি দেশ। ভিসা বন্ড নীতিমালা অনুযায়ী, বাংলাদেশি পাসপোর্টধারী কোনো ব্যক্তি যদি বি১/বি২ ভিসার জন্য যোগ্য হন, তাহলে যুক্তরাষ্ট্রে প্রবেশের আবেদন করতে তাকে ৫ হাজার, ১০ হাজার অথবা ১৫ হাজার ডলার জামানত দিতে হবে। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, জামানতের অঙ্ক নির্ধারণ হবে ভিসা সাক্ষাৎকারের সময়। আবেদনকারীকে মার্কিন ট্রেজারি বিভাগের অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্ম পে ডট গভ এর মাধ্যমে বন্ডের শর্তে সম্মতি জানাতে হবে। কারও ক্ষেত্রে সর্বোচ্চ জামানত ধার্য হলে বর্তমান বিনিময় হারে তাকে গুনতে হবে প্রায় ১৮ লাখ ৩৫ হাজার টাকা। প্রতি ডলার ১২২ দশমিক ৩১ টাকা হিসেবে এই অঙ্ক দাঁড়ায়। এই নীতিমালা কার্যকর হবে আগামী ২১ জানুয়ারি। ‘ভিসা বন্ড’ নীতি মার্কিন পররাষ্ট্র দপ্তরের একটি পাইলট কর্মসূচি, যা গত বছরের আগস্টে চালু। প্রথমে অল্প কয়েকটি দেশকে এই নীতিমালায় তালিকাভুক্ত করা হয়।
আরও পড়ুননতুন তালিকায় অন্তর্ভুক্ত ৩৮টি দেশ হলো-আলজেরিয়া; অ্যাঙ্গোলা; অ্যান্টিগুয়া ও বারবুডা; বাংলাদেশ; বেনিন; ভুটান (১ জানুয়ারি ২০২৬ কার্যকর); বতসোয়ানা (১ জানুয়ারি ২০২৬ কার্যকর); বুরুন্ডি; কাবো ভার্দে; মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র (১ জানুয়ারি ২০২৬ কার্যকর); কোট দিভোয়ার; কিউবা; জিবুতি; ডোমিনিকা; ফিজি; গ্যাবন; গাম্বিয়া (১১ অক্টোবর ২০২৫ কার্যকর); গিনি (১ জানুয়ারি ২০২৬ কার্যকর); গিনি-বিসাউ (১ জানুয়ারি ২০২৬ কার্যকর); কিরগিজস্তান; মালাউই (২০ আগস্ট ২০২৫ কার্যকর); মৌরিতানিয়া (২৩ অক্টোবর ২০২৫ কার্যকর); নামিবিয়া (১ জানুয়ারি ২০২৬ কার্যকর); নেপাল; নাইজেরিয়া; সাও টোমে ও প্রিন্সিপে (২৩ অক্টোবর ২০২৫ কার্যকর); সেনেগাল; তাজিকিস্তান; তানজানিয়া (২৩ অক্টোবর ২০২৫ কার্যকর); টোগো; টোঙ্গা; তুর্কমেনিস্তান (১ জানুয়ারি ২০২৬ কার্যকর); টুভালু; উগান্ডা; ভানুয়াতু; ভেনেজুয়েলা; জাম্বিয়া (২০ আগস্ট ২০২৫ কার্যকর) এবং জিম্বাবুয়ে। খবর : রয়টার্স
মন্তব্য করুন

আন্তর্জাতিক ডেস্ক








_medium_1767795295.jpg)