ভিডিও বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি ২০২৬, ২৪ পৌষ ১৪৩২

প্রকাশ : ০৭ জানুয়ারী, ২০২৬, ০৮:১৯ রাত

ঘুষের টাকাসহ প্রাথমিক শিক্ষা অফিসার হাতেনাতে আটক

ঘুষের টাকাসহ প্রাথমিক শিক্ষা অফিসার হাতেনাতে আটক

ঘুষের এক লাখ ২০ হাজার টাকাসহ যশোর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আশরাফুল আলমকে হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক) যশোর।

বুধবার বিকেলে দুদক যশোরের উপ-পরিচালক মো. সালাউদ্দিন ও সহকারী পরিচালক মো. আল আমিনের নেতৃত্বে একটি টিম যশোর জেলা প্রাথমিক শিক্ষা অফিসে অভিযান চালিয়ে আশরাফুল আলমের রুম থেকে ঘুষের টাকাসহ তাকে আটক করেন।

যশোর সদর উপজেলার বসুন্দিয়া খানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ নুরুন্নবী জানান, তার স্ত্রী শিরিনা আক্তার ঝিকরগাছার কাউরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। গত বছরের ২ অক্টোবর তার স্ত্রী মারা যান। স্ত্রীর পেনশন সংক্রান্ত টাকার জন্য তিনি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আশরাফুল আলমের সাথে যোগাযোগ করেন। গত তিনমাস ধরে তিনি নানাভাবে তাকে ঘুরাচ্ছেন। এক পর্যায়ে তাকে ঘুষ হিসেবে আশি হাজার টাকা দেওয়া হয়। এরপর আরো ঘুষ দাবি করলে তিনি টাকা দিতে অপরগাতা প্রকাশ করেন। কিন্তু টাকা না দিলে তার স্ত্রীর পেনশনের টাকা ছাড় করা হবে না বলে সাফ জানিয়ে দেন।

আরও পড়ুন


তিনি আরো জানান, বুধবার (৭ জানুয়ারি) বিকেলে ফাইল ছাড় করানোর জন্য ঘুষের ১ লাখ ২০ হাজার টাকা তার হাতে তুলে দেন তিনি। গোপন সূত্রে সংবাদ পেয়ে দুদক যশোর জেলা কার্যালয়ের একটি টিম প্রাথমিক শিক্ষা অফিসে গিয়ে ঘুসের ১ লাখ ২০ হাজার টাকাসহ আশরাফুল আলমকে আটক করেন।

দুদক সমন্বিত যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল আমিন বলেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আশরাফুল আলমকে আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘুষের ১ লাখ ২০ হাজার টাকাসহ তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভিভো এক্স৩০০ প্রো: প্রিমিয়াম ফ্ল্যাগশিপ ফিচার ও পারফরম্যান্স

গাজীপুরে এনসিপি নেতাকে গুলি করে মোটরসাইকেল ছিনতাই

মহিমাগঞ্জে আহলে হাদীস  জামে মসজিদে চুরি 

সিরাজগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে  খাদ্য সংরক্ষণ, ৫ প্রতিষ্ঠানের  জরিমানা

কুমিল্লা-৪ আসনে প্রার্থী হতে পারছেন না বিএনপির মঞ্জুরুল আহসান

এলপিজি ব‍্যবসায়ীদের ধর্মঘট প্রত‍্যাহার