ভিডিও বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি ২০২৬, ২৪ পৌষ ১৪৩২

প্রকাশ : ০৭ জানুয়ারী, ২০২৬, ০৮:২৩ রাত

লুণ্ঠিত পিকআপ উদ্ধার

বগুড়ার শাজাহানপুরে ডিবি পুলিশ পরিচয়ে মহাসড়কে ফিল্মী স্টাইলে ডাকাতির ঘটনায় গ্রেফতার ৫

বগুড়ার শাজাহানপুরে ডিবি পুলিশ পরিচয়ে মহাসড়কে ফিল্মী স্টাইলে ডাকাতির ঘটনায় গ্রেফতার ৫

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: শাজাহানপুরে ডিবি পুলিশ পরিচয়ে মহাসড়কে ফিল্মী স্টাইলে ফার্নিচার বোঝাই পিকআপ লুটের ঘটনায় ৫ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। সেই সাথে ডাকাতদল কর্তৃক লুণ্ঠিত পিকআপটি উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার ইছাপুর গ্রামের ইয়াছিন আলীর ছেলে শহিদুল ইসলাম ওরফে সোহেল মোল্লা (২৬), বরিশাল মহানগরের নবগ্রাম রোডের বাসিন্দা আনোয়ার হোসেনের ছেলে সজিব হোসেন তারেক (৩১), ঝালোকাঠি জেলার নলসিটি উপজেলার ঘরিপাশা গ্রামের মৃত আব্দুস ছাত্তার হাওলাদারের ছেলে সুমন হাওলাদার (৩২),একই উপজেলার প্রতাবহাজীবাড়ি গ্রামের সাহেদ আলী হাওলাদারের ছেলে ড্রাইভার রাজিব (৩২) এবং ঝালোকাঠি সদর উপজেলার কিস্তাকাঠি গ্রামের মালেক মুন্সির ছেলে আলাউদ্দিন (৩২)।

শাজাহানপুর থানা পুলিশ জানায়, বরিশাল মহানগরীর নতুন বাজার দারোগাবাড়ি এলাকা থেকে গত শনিবার দুপুরে সোহেল মোল্লাকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্য মতে বরিশাল মহানগর এলাকা থেকে সুমন হাওলাদার, সজিব ওরফে তারেক এবং ড্রাইভার রাজিবকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের তথ্য মতে ঢাকার যাত্রাবাড়ি এলাকার একটি গ্যারেজ থেকে লুণ্ঠিত পিকআপটি উদ্ধার করা হয় এবং গ্যারেজ মালিক আলাউদ্দিনকে গ্রেফতার করা হয়।

উল্লেখ্য, গত বছরের ১২ আগস্ট রাতে কেরানীগঞ্জ থেকে দিনাজপুরের উদ্দেশ্যে ফার্নিচার বোঝাই একটি পিকআপ (ঢাকা মেট্রো ন-২১-১৬৬৪) নিয়ে রওনা দেন চালক আল-আমিন। ভোরে বগুড়ার শাজাহানপুর উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের বি-ব্লক ওভারপাসে পৌঁছালে ১৪-১৫ জনের একদল দুর্বৃত্ত পৃথক তিনটি প্রাইভেটকার থেকে নেমে পুলিশের ব্যবহৃত সিগন্যাল লাইট জ্বালিয়ে পিকআপটির গতিরোধ করে।

আরও পড়ুন

এরপর ডিবি পুলিশ পরিচয়ে দুর্বৃত্তরা চালক ও হেলপারকে হাতকড়া পরিয়ে গামছা দিয়ে চোখ ও হাত বেঁধে প্রাইভেটকারে তুলে নেয়। পরে সদর উপজেলার দ্বিতীয় বাইপাসের ঘুনিয়াতলা এলাকায় চালক ও হেলপারকে ফেলে রেখে ফার্নিচার বোঝাই পিকআপটি নিয়ে পালিয়ে যায় ডাকাত দল।

পরে স্থানীয় লোকজন চালক ও হেলপারকে উদ্ধার করে। এ ঘটনার পরদিন ১৩ আগস্ট লুণ্ঠিত পিকআপের মালিক মৌলভীবাজার সদর উপজেলার জগন্নাথপুর গ্রামের সিরাজ মিয়ার ছেলে আরিফ হোসেন শাজাহানপুর থানায় মামলা দায়ের করেন। শাজাহানপুর থানার ওসি মুহা: তৌহিদুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাফল্যের দুই দশকে এখনো শীর্ষে অপূর্ব

বগুড়ায় পরিবেশ আইনে তিনজনের ৫০ হাজার টাকা জরিমানা 

সরকারের ফ্যাসিস্ট হওয়ার পথ বন্ধ করতেই গণভোট : আলী রীয়াজ

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে বিএসএফ’র সড়ক নির্মাণের চেষ্টা, বিজিবির বাধায় কাজ বন্ধ

ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশসহ চার অধ্যাদেশ অনুমোদন

‘রূপনগর’এর ১০০’তম পর্ব উদযাপন