ভিডিও বুধবার, ০৭ জানুয়ারি ২০২৬, ২৩ পৌষ ১৪৩২

প্রকাশ : ০৭ জানুয়ারী, ২০২৬, ১২:৫৭ দুপুর

ভারতেই বিশ্বকাপ খেলতে হবে...যা বলছে বিসিবি

ভারতেই বিশ্বকাপ খেলতে হবে...যা বলছে বিসিবি, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে নেয়ার যে আবেদন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) করেছিল, তা নাকচ করে দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। 

বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আইসিসি স্পষ্ট জানিয়ে দিয়েছে যে-পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ভারতেই খেলতে হবে বাংলাদেশকে, অন্যথায় পয়েন্ট হারানোর ঝুঁকিতে পড়বে টাইগাররা। মঙ্গলবার (৬ জানুয়ারি) আইসিসি ও বিসিবি কর্মকর্তাদের মধ্যে অনুষ্ঠিত এক অনলাইন বৈঠকে নিরাপত্তা ইস্যু নিয়ে আলোচনা হয়। ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো ও ক্রিকবাজ জানিয়েছে, আইসিসি বিসিবির নিরাপত্তা উদ্বেগকে গ্রহণ করেনি। আইসিসির মূল্যায়ন অনুযায়ী, ভারতে বাংলাদেশি ক্রিকেটারদের জন্য কোনো দৃশ্যমান নিরাপত্তা ঝুঁকি নেই। ফলে ম্যাচ স্থানান্তরের দাবি আপাতত ধোপে টেকেনি। 

তবে ইএসপিএনক্রিকইনফো বলছে, বিসিবি আইসিসির কাছ থেকে এমন কোনো চূড়ান্ত আলটিমেটাম পাওয়ার কথা অস্বীকার করেছে। ধারণা করা হচ্ছে, আগামী শনিবারের মধ্যেই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।

আরও পড়ুন

আর এ ব্যাপারে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল আজ বুধবার সকালে এক গণমাধ্যমকে জানিয়েছেন, ‘ক্রিকইনফোর এই খবর সত্য নয়। আইসিসি কখনই বলেনি যে বিশ্বকাপ খেলতে হলে বাংলাদেশকে ভারতেই যেতে হবে। আমাদের সঙ্গে ব্যক্তিগত পর্যায়ে আইসিসির একাধিক কর্মকর্তার কথা হচ্ছে।’ বুলবুল নিজে যেহেতু আইসিসিতে ছিলেন, বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার অনেক ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গেই তার সম্পর্ক আছে। 

সে কথায় না গিয়ে আমিনুল ইসলাম বুলবুল পরিষ্কার বলেন, ‘আইসিসি আমাদের কাছে জানতে চেয়েছে আমরা কেন ভারতে যাব না। আমরা তো আমাদের মেইলে উল্লেখ করেছি যে সিকিউরিটি কনসার্ন আছে। আমরা এই কারণে ভারতে যাব না। তারপরও আইসিসি আরেকবার গতকাল রাতে বিসিবির কী কী নিরাপত্তাজনিত উদ্বেগ আছে, সেগুলোর একটা পূর্ণাঙ্গ বিবরণ চেয়েছে। কী কারণে বিসিবির উদ্বেগ, কেন ভারতের মাটিতে বাংলাদেশের ক্রিকেটাররা নিরাপদ নন, সেই ব্যাখ্যাটা আইসিসির কাছে দেওয়া হবে। তারপর বলা যাবে আইসিসি কী সিদ্ধান্ত নেয়। কিন্তু হুট করে যেটা বলা হয়েছে, আইসিসি বাংলাদেশকে ভারতেই খেলতে বলেছে না হয় বিশ্বকাপে ওয়াকওভার দিতে হবে, এই খবর একদমই মিথ্যা’।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার সান্তাহারে দিনদুপুরে বাড়ির তালা ভেঙে ৭ ভরি সোনার গহনা চুরি

বিপিএলে দলীয় সর্বোচ্চ রানের রেকর্ড চট্টগ্রাম রয়্যালসের

বগুড়াসহ ৪৪ জেলায় শৈত্যপ্রবাহ হাড়কাঁপানো শীতে স্থবির জনপদ

রিটার্ন ও হলফনামার তথ্যে গরমিলকে ‘টাইপিং মিসটেক’ বললেন সারজিস

বগুড়ায় রোগীদের দেখতে হাসপাতালে সাবেক এমপি লালু

অভিনয় ছাড়া নিয়ে মুখ খুললেন প্রসূন আজাদ