বগুড়ায় রোগীদের দেখতে হাসপাতালে সাবেক এমপি লালু
কৃষকদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু আজ বুধবার (৭ জানুয়ারি) দুপুরে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অসহায় রোগীদের দেখতে যান।
এসময় তিনি তাদের শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজখবর নেন এবং দ্রুত আরোগ্য কামনা করেন। চিকিৎসাধীন রোগীদের মধ্যে ছিলেন-ধনুট উপজেলার সোহেল রানা, গাবতলী উপজেলার নশিপুর ইউনিয়নের নিজ গ্রামের বেলাল আকন্দ, বাগবাড়ির কোহিনুর বেগম ও বালিয়াদীঘী ইউনিয়নের সাহেরা বেগম।
আরও পড়ুনএসময় তিনি বলেন, অসহায় ও অসুস্থ মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। বিএনপি সর্বদা মানুষের দুঃসময় ভাগাভাগি করতে চায়।
মন্তব্য করুন

_medium_1767889152.jpg)
_medium_1767888660.jpg)

_medium_1767886786.jpg)
_medium_1767886576.jpg)
