সিরাজগঞ্জে ভেজাল সার বিক্রির দায়ে অর্থদণ্ড
রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের রায়গঞ্জে ভেজাল দস্তা সার (গ্রোজিংক) মজুদ ও বিক্রির দায়ে আকন্দ ট্রেডার্সকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে ধানগড়া পল্লী বিদ্যুৎ এলাকায় অবস্থিত মেসার্স আকন্দ বীজ ট্রেডার্সে এ অভিযান পরিচালিত হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা অভিযান পরিচালনা করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মমিনুল ইসলাম।
অভিযানে দোকানে মজুদ থাকা ৪০ প্যাকেটে ১৮০ কেজি ভেজাল দস্তা সার (গ্রোজিংক) জব্দ করে তাৎক্ষণিকভাবে নষ্ট করা হয়। সার ব্যবস্থাপনা আইন, ২০০৬ অনুযায়ী দোকান মালিককে ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
আরও পড়ুনএবিষয়ে উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. মাসুদ রানা বলেন, কৃষকদের স্বার্থ রক্ষা এবং ফসল উৎপাদনে ক্ষতিকর ভেজাল সার ও কীটনাশকের ব্যবহার রোধে নিয়মিতভাবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ভেজাল পণ্য মজুদ ও বিক্রির সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন








