জয়পুুরহাটের ধরঞ্জীতে ৯৬০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১
বাগজানা (জয়পুুরহাট) প্রতিনিধি: বাগজানার পার্শ্ববর্তী ধরঞ্জী ইউনিয়নের হাটখোলা সীমান্তে, ৯৬০ পিস ইয়াবাসহ মো: তাজুল ইসলাম (৫২)নামের এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে জয়পুরহাট ব্যাটালিয়নের (২০ বিজিবি) অধীনস্থ হাটখোলা বিওপি’র সদস্যরা। গ্রেফতারকৃত তাজুল ইসলাম দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার সিপি রোড এলাকার মো: তজব আলীর ছেলে।
হাটখোলা বিজিবি সূত্রে জানা যায়, ধরঞ্জীর হাটখোলা সীমান্তে নিয়মিত টহল চলাকালীন তার দেহ তল্লাশী করে প্যান্টের পকেট থেকে ৯৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এসময় ১৫০ সিসির অ্যাপাচি মোটর সাইকেল, ১টি অ্যান্ড্রয়েড মোবাইল, ১টি বাটন মোবাইল এবং ২ টি সীম কার্ড জব্দ করা হয়।
আরও পড়ুনউদ্ধারকৃত মাদকদ্রব্য ও অন্যান্য সরঞ্জামাদির আনুমানিক বাজারমূল্য ৫ লাখ ২৯ হাজার ৫০০টাকা। মাদক আইনে মামলা দিয়ে পাঁচবিবি থানায় সোপর্দ করে বলে বিজিবি সূত্রে জানা যায়।
মন্তব্য করুন






