চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগের উপস্থাপনা প্যানেলে পরিবর্তন এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। পরিবর্তিত পরিস্থিতির কথা উল্লেখ করে উপস্থাপক প্যানেল থেকে ভারতীয় উপস্থাপিকা রিধিমা পাঠককে বাদ দেওয়া হয়েছে বলে জানিয়েছে বিসিবি।
এবারের বিপিএলে উপস্থাপনা ও ধারাভাষ্যে ভিন্নতা আনতে চেয়েছিল বিসিবি। উপস্থাপিকা হিসেবে পাকিস্তানের জয়নব আব্বাসের সঙ্গে যুক্ত হয়েছিলেন ভারতের রিধিমা পাঠক।
পাশাপাশি ধারাভাষ্য প্যানেলে ছিলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ও সাবেক পিসিবি প্রধান রমিজ রাজা এবং ইংল্যান্ডের সাবেক তারকা ড্যারেন গফ।
তবে বাংলাদেশ ও ভারতের মধ্যকার সাম্প্রতিক রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে রিধিমা পাঠকের বিপিএল যাত্রার ইতি টানা হলো। গত শনিবার ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের নির্দেশে আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেয়। এরপর বিষয়টি নিয়ে দুই দেশের ক্রীড়াঙ্গনে আলোচনা ও প্রতিক্রিয়া শুরু হয়।
আরও পড়ুন
মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনায় জরুরি সভা ডাকে বিসিবি। সভা শেষে নিরাপত্তাজনিত উদ্বেগের কথা জানিয়ে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতে খেলতে অপারগতা প্রকাশ করে আইসিসির কাছে চিঠি পাঠায় বোর্ড। একই সঙ্গে বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচগুলোর ভেন্যু ভারত থেকে অন্যত্র সরিয়ে নেওয়ার দাবিও জানানো হয়।
এরই ধারাবাহিকতায় রোববার বাংলাদেশ সরকার দেশীয় অপারেটরদের মাধ্যমে আইপিএল সম্প্রচারের ওপর নিষেধাজ্ঞা জারি করে।