বগুড়ার ধুনট পৌরসভার ৯টি গাছ কাটার অভিযোগে এক ব্যক্তির নামে মামলা
ধুনট (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার ধুনট পৌরসভা এলাকায় ময়লা-আবর্জনা ফেলের নির্ধারিত স্থান থেকে ৯টি আকাশমণি গাছ কাটার অভিযোগে সাদ্দাম হোসেন (৩৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। পৌর নির্বাহী কর্মকর্তা শাহিনুর ইসলাম বাদি হয়ে থানায় এ মামলা দায়ের করেন। সাদ্দাম হোসেন পৌর এলাকার জিঞ্জিরতলা গ্রামের নজরুল ইসলামের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, পৌরসভার ৮ নং ওয়ার্ডের জিঞ্জিরতলা গ্রামে শহরের ময়লা-আবর্জনা ফেলে জন্য নির্ধারিত জায়গা রয়েছে। সেখানে প্রতিদিন পৌর এলাকার ময়লা-আর্বজনা ফেলা হয়। ওই জায়গায় আকাশমণি গাছ ছিল। গত শুক্রবার ও শনিবার দিনের বেলায় সাদ্দাম হোসেন অবৈধভাবে ময়লা-আবর্জনা ফেলের জায়গা থেকে ৯টি আকাশমণি গাছ কর্তন করেন।
আরও পড়ুনএতে প্রায় এক লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় পৌর নির্বাহী কর্মকর্তা বাদি হয়ে গত রোববার রাতে সাদ্দাম হোসেনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। থানা পুলিশ ঘটনাস্থল থেকে গাছের কাটা অংশ জব্দ করেছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা ধুনট থানার এসআই হারুনর রশিদ সরদার বলেন, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে। এ মামলার আসামিকে গ্রেফতারের জন্য অভিযান চলমান রয়েছে।
মন্তব্য করুন


_medium_1767795295.jpg)




_medium_1767792538.jpg)