দিনাজপুরের কাহারোলে মাঠজুড়ে পেঁয়াজের চারা রোপণের মহোৎসব
কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরে কাহারোল উপজেলায় মাঠ জুড়ে এখন পেঁয়াজের চারা রোপণের মহোৎসব চলছে। তীব্র শীত আর ঘন কুয়াশাকে উপেক্ষা করে কাক ডাকা ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত কৃষকদের প্রস্তুত করা জমিতে পেঁয়াজের চারা রোপণ করেছেন দিন মজুর শ্রমিকরা।
অত্র উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি মৌসুমে উপজেলার ছয়টি ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ বছর ১৫৫ হেক্টর জমিতে পেঁয়াজ আবাদের প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানায় কৃষি বিভাগ।
আজ বুধবার (৭ জানুয়ারি) উপজেলার বিভিন্ন এলাকায় সরেজমিনে ঘুরে দেখা যায়, চলতি মৌসুমে পেঁয়াজ চাষিরা তাদের পরিবারে সদস্য ও দিন-মজুর নিয়ে পেঁয়াজের চারা তুলছেন, কেউ বা আটি বাঁধছেন সব মিলিয়ে এই উপজেলায় বিস্তীর্ণ মাঠ জুড়ে পেঁয়াজ আবাদের মহাকর্মযজ্ঞ চলতে দেখা যাচ্ছে।
উপজেলার মুকুন্দপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের পেঁয়াজের চারা বিক্রেতা মো: সাইফুল ইসলাম বলেন, তিনি এই মৌসুমে ১২ শতক জমিতে বীজ তলায় পেঁয়াজের ৪ কেজি বীজ বপন করেছি। কাহারোল হাটে পেঁয়াজের চারা বিক্রি করতে এসে এ যাবৎ ৮৫ হাজার টাকা চারা বিক্রি করেছেন। তার খরচ হয়েছে ২৫ হাজার টাকার মতো।
অপর চাষী মো: আব্দুল হামিদ জানান, আমি এ মৌসুমে ২ বিঘা জমিতে পেঁয়াজ আবাদ করছি। আবহাওয়া ভালো থাকলে আশা করি পেয়াজ ভালো হবে। তবে এবার শ্রমিক, সার, ওষুধ, বীজের দাম বেশি তাই খরচ বেড়ে গেছে দ্বিগুণ।
আরও পড়ুনএদিকে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো: জাহিদুর রহমান বলেন, পেঁয়াজের উৎপাদন ভালো জাতে হয় সে জন্য কৃষি বিভাগ কৃষকদের সহযোগিতা ও পরামর্শ দিচ্ছেন। তিনি আরো জানান, লক্ষ্য মাত্রার চেয়েও এবার বেশি জমিতে পেঁয়াজ আবাদ হওয়ার সম্ভাবনা রয়েছে।
পেঁয়াজ উৎপাদন বাড়ানোর লক্ষ্যে মাঠ পর্যায়ে আমাদের অফিসের কর্মকর্তারা সার্বক্ষণিক কৃষকদের পাশে থেকে প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছেন।
মন্তব্য করুন

-Arrest-695fa46910df4_medium_1767881236.jpg)





