ভিডিও সোমবার, ০৫ জানুয়ারি ২০২৬, ২১ পৌষ ১৪৩২

প্রকাশ : ০৫ জানুয়ারী, ২০২৬, ০৯:১২ রাত

কুড়িগ্রামে একটি সেতুর অভাবে ১২ হাজার মানুষের ভোগান্তি

কুড়িগ্রামে একটি সেতুর অভাবে ১২ হাজার মানুষের ভোগান্তি। ছবি : দৈনিক করতোয়া

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি : একটি সেতুর অভাবে পাঁচ গ্রামের মানুষের ভোগান্তি জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার ভারতীয় মেঘালয় সীমান্ত দুর্গম গ্রাম মাখনেরচর, নিমাইমারী পূর্বপাড়া, বাঘারচর, কদমতলা, ডাংধরা গ্রামগুলোর মাঝদিয়ে বয়ে গেছে জিঞ্জিরাম নদী।

আজ সোমবার (৫ জানুয়ারি) এলাকা ঘুরে জানা যায়, এই নদীতে সেতু না থাকায় ভোগান্তিতে আছেন সীমান্ত টহলরত বিজিবির সদস্যসহ প্রায় ১২ হাজার পরিবার। মাখনেরচর এলাকায় ৩ সরকারি প্রাথমিক বিদ্যালয়, একটি মাদ্রাসা রয়েছে।

শিশুরা এ এলাকার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে লেখাপড়া করলেও এলাকায় নেই কোনও মাধ্যমিক স্কুল বা কলেজ। ফলে নদী পার হয়ে কাউনিয়ার চর, সানন্দবাড়ী অথবা দেওয়ানগঞ্জ উপজেলায় গিয়ে পড়তে হয়।

এছাড়া কৃষকদের উৎপাদিত ফসল সময় মতো বাজারে আনা-নেওয়া করা যায় না। বর্ষাকালে, এমন কি শীতকাল শুকনো মৌসুমেও বাঁশের সাঁকো ছাড়া যোগাযোগ একেবারে বন্ধ। অন্যদিকে মাঝে মাঝে ভারতীয় বিএসএফ ও হাতির থাবা থেকে রক্ষা পেতে বিজিবির সদস্যদের আসতেও কষ্ট হয়ে যায়। অপরদিকে শিক্ষার্থী ও অসুস্থ ব্যক্তিসহ এলাকাবাসীকে সমস্যায় পড়তে হয়। অন্যান্য সময়ে হেঁটে নদী পার হওয়া গেলেও বর্ষা মৌসুমে ভোগান্তি বাড়ে।

আরও পড়ুন

মাখনেরচর এলাকার মজিবর রহমান, রফিকুল ইসলাম জানান, ব্রিটিশ, পাকিস্তান শাসন আমল চলে গেছে। বর্তমানে বাংলাদেশের শাসন আমলের ৫৫ বছর চলছে। প্রতি নির্বাচনের সময় এমপি, ইউপি চেয়ারম্যান ও সদস্যগণ নদীর ওপর ব্রিজ ও রাস্তা নির্মাণে, এলাকার অসহায় অবুঝ মানুষকে প্রতিশ্রুতির ফুলঝুরি দিয়ে  ভোট নিয়ে যায়। ভোট নেয়া শেষ হলে আমাদের ভোগান্তির কথা মনে থাকে না।

বাঘারচর গ্রামের হাফিজুর রহমান বলেন, নদীর ওপারে প্রায় ৬ হাজার লোকের বসবাস। কৃষির ওপর নির্ভরশীল। কিন্তু উৎপাদিত পণ্য যোগাযোগ ব্যবস্থার কারণে বাজারজাত করা যায় না। বর্ষাকালে খাবার জোগাড় করাই কষ্টকর হয়ে পড়ে।

মাখনেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ বলেন, প্রতিষ্ঠানের কাজ করতে রড, সিমেন্ট, বালুসহ অন্যান্য মালামাল নিতে খরচ বেশি পড়েছে এবং আমরাও সঠিক সময়ে বিদ্যালয় আসা কষ্টকর হয়ে যায়। এলাকার উন্নয়নে জিঞ্জিরাম নদীর ওপর একটি সেতু দরকার।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়িগ্রামে একটি সেতুর অভাবে ১২ হাজার মানুষের ভোগান্তি

রাজশাহীতে বাড়তি দামেও মিলছে না গ্যাস সিলিন্ডার

নওগাঁয় ক্রিকেট প্রতিযোগিতা

নতুন ভোটার ২৭ হাজার ৩৮১ জন বেড়েছে নারী ভোটার

প্রতীক বরাদ্দের আগে নির্বাচনি প্রচারণা করা যাবে না: ইসি

পাবনার সুজানগরে ২০টি বিল পানি শূন্য বাজারে তীব্র মাছ সংকট