ভিডিও শনিবার, ০৩ জানুয়ারি ২০২৬, ১৯ পৌষ ১৪৩২

প্রকাশ : ০৩ জানুয়ারী, ২০২৬, ০৮:০১ রাত

জেনে নিন বাঁধাকপি সংরক্ষণের সহজ পদ্ধতি

জেনে নিন বাঁধাকপি সংরক্ষণের সহজ পদ্ধতি

আজকাল সারাবছরই সব ধরনের সবজি বাজারে পাওয়া যায়। তারপরও শীতের সময়ে টাটকা সবজির স্বাদই আলাদা। এই সবজির তালিকায় আছে বাঁধাকপিও। বছরের অন্যান্য সময়ে বাঁধাকপির স্বাদ শীতকালের মতো এতো স্বাদ হয় না।  কিনলেও দ্রুত শুকিয়ে যায়। তা ছাড়া ওই বাঁধাকপিগুলো টাটকাও হয় না। চাইলে মীতের বাঁধাকপি কিনে দীর্ঘ দিনের জন্য সংরক্ষণ করে রাখতে পারেন। বছরের যে কোনও সময়ে তা খেতে পারবেন।

ফ্রোজেন করে রাখুন

আজকাল বাজারে প্যাকেটবন্দি ফ্রোজ়েন সবজি পাওয়া যায়। তার মধ্যে অনেক সব্জিতে প্রিজ়ারভেটিস দেওয়া থাকে। সেগুলো না খাওয়াই ভালো। তাই বাঁধাকপি ফ্রোজ়েন কেনার চেয়ে নিজেই হিমায়িত করে রাখুন। বাঁধাকপি ধুয়ে কেটে নিন। তার পরে ফুটন্ত গরম পানিতে তিন মিনিটের মতো ফুটিয়ে নিন। ফুটন্ত পানি থেকে তুলে বরফ ভর্তি পানিতে দু’মিনিট ডুবিয়ে রাখুন। এর পরে পানি ঝরিয়ে জ়িপলক ব্যাগে ভরে রাখুন। ওই জ়িপলক ব্যাগ ফ্রিজ়ারে রেখে দিন। ফ্রিজ়ারের তাপমাত্রা মাইনাস ১৮ ডিগ্রি বা তারও কমে হওয়া চাই। এ ভাবে রাখলে বাঁধাকপি ৬ মাস পর্যন্ত ভালো রাখতে পারেন। 

আরও পড়ুন

ফার্মেন্টেড করে রাখুন

চাইলে বাঁধাকপি ফার্মেন্টেড করে রাখতে পারেন। এতে সারাবছরই বাঁধাকপি খেতে পারবেন। তা ছাড়া মজানো খাবার সবসময়ে পুষ্টিকর হয়। বিশেষত অন্ত্রের জন্য উপকারী হয়। এজন্য বাঁধাকপি মাঝারি সাইজে কেটে নিন। একটি বড় পাত্রে বাঁধাকপি কুচি, লবণ, গুঁড়ো মসলা ও ভিনিগার মিশিয়ে নিন। এর পরে বাঁধাকপিটা একটি কাচের এয়ার টাইট কৌটোতে ভরে রাখুন। যত দিন যাবে বাঁধাকপিটা মজবে। এই ফার্মেন্টেড বাঁধাকপি অনেকদিন পর্যন্ত খাওয়া যাবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জেনে নিন বাঁধাকপি সংরক্ষণের সহজ পদ্ধতি

পিঠ চুলকে দিলে ঘণ্টায় আয় ১২ হাজার টাকা !

সিরাজগঞ্জের চলনবিলাঞ্চলে তীব্র্র শীতে বোরো চারা হলুদ বর্ণ হয়ে মরার উপক্রম

যুক্তরাষ্ট্রের আদালতে মাদুরোর বিচার করা হবে

টাঙ্গাইল-২ আসনে গণঅধিকারের শাকিল উজ্জামানের মনোনয়ন বৈধ ঘোষণা

জয়পুরহাটের আক্কেলপুরে আ‘লীগ নেতা গ্রেফতার