সুনামগঞ্জে ৫টি আসনে ১৩ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল
সুনামগঞ্জের ৫টি সংসদীয় আসনে সম্ভাব্য ৩৯ জন সংসদ সদস্য প্রার্থীদের দাখিল করা মনোনয়ন ফরম যাচাই-বাছাই শেষে নানা ত্রুটি ও প্রয়োজনীয় তথ্যের ঘাটতি থাকায় ১৩ জন প্রার্থীর মনোনয়ন ফরম বাতিল করা হয়েছে এবং ২৬ জন প্রার্থীর মনোনয়ন ফরম বৈধ বলে ঘোষণা দেওয়া হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত জেলা রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে মনোনয়ন ফরম যাচাই বাছাই শেষে জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ ইলিয়াস মিয়া ১৩ জন প্রার্থীর মনোনয়ন ফরম বাতিল করেন এবং বৈধ প্রার্থীদের নাম ঘোষণা করেন।
জানা যায়, সুনামগঞ্জ-১ (জামালগঞ্জ, তাহিরপুর, ধর্মপাশা ও মধ্যনগর) আসনে ৬ জন প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছিলেন। এরমধ্যে যাচাই-বাছাইয়ে মনোনয়ন বৈধ হয়েছে বিএনপির দুই প্রার্থী আনিসুল হক ও কামরুজ্জামান কামরুল, জামায়াতের প্রার্থী তোফায়েল আহমদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. রফিকুল ইসলাম চৌধুরীর। এই আসনে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির প্রার্থী মাওলানা মুজ্জাম্মিল হক তালুকদার ও বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মো. মখলেছুর রহমানের মনোনয়ন বাতিল করা হয়।
সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে ৭ জন প্রার্থীর মধ্যে মনোনয়ন বৈধ হয়েছে বিএনপির দুই প্রার্থী নাছির চৌধুরী ও অ্যাড. তাহির রায়হান চৌধুরী পাভেল, জামায়াতে ইসলামীর প্রার্থী অ্যাড. মোহাম্মদ শিশির মনির, খেলাফত মজলিসের প্রার্থী মো. সাখাওয়াত হোসেন, জমিয়তে উলামায়ে ইসলামের প্রার্থী মাওলানা শোয়াইব আহমদ, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির প্রার্থী নিরঞ্জন দাস খোকনের। এই আসনে স্বতন্ত্র প্রার্থী ঋতেশ রঞ্জন দেবের মনোনয়ন বাতিল করা হয়েছে।
আরও পড়ুনসুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর ও শান্তিগঞ্জ) আসনের ৯ জন প্রার্থীর মধ্যে মনোনয়ন বৈধ বলে গণ্য হয়েছে বিএনপি প্রার্থী মোহাম্মদ কয়ছর আহমেদ, জামায়াতের প্রার্থী ইয়াসিন খান, বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মোহাম্মদ শাহীনূর পাশা চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী আনোয়ার হোসেন, খেলাফত মজলিসের প্রার্থী শেখ মুশতাক আহমদের। মনোনয়ন বাতিল করা হয়েছে, এবি পার্টির প্রার্থী সৈয়দ তালহা আলম, স্বতন্ত্র প্রার্থী হুসাইন আহমেদ, স্বতন্ত্র প্রার্থী মাহমুদ আলী, স্বতন্ত্র প্রার্থী মো. মাহফুজুর রহমান খালেদ তুষারের।
সুনামগঞ্জ-৪ (সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর) আসনে ৯ জন প্রার্থীর মধ্যে যাচাই-বাছাইয়ে বিএনপি প্রার্থী অ্যাড. নুরুল ইসলাম, জামায়াতে প্রার্থী অ্যাড. মো. শামস উদ্দিন, জাতীয় পার্টির প্রার্থী অ্যাড. নাজমুল হুদা হিমেল, স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জয়নুল জাকেরীন, ইসলামী আন্দোলনের প্রার্থী শহীদুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী আজিজুল হকের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। মনোনয়ন বাতিল করা হয়েছে, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আবিদুল হক, খেলাফত মজলিসের প্রার্থী আমিরুল হক ও এল.ডি.পির প্রার্থী মাহফুজুর রহমানের।
সুনামগঞ্জ-৫ (ছাতক ও দোয়ারাবাজার) আসনে ৮ জন প্রার্থীর মধ্যে বিএনপি প্রার্থী কলিম উদ্দিন আহমেদ মিলন, জামায়াতের প্রার্থী আবু তাহির মুহাম্মদ আব্দুস সালাম, স্বতন্ত্র প্রার্থী মো. মিজানুর রহমান চৌধুরী, খেলাফত মজলিসের প্রার্থী মোহাম্মদ আব্দুল কাদির, ন্যাশনাল পিপলস পার্টির মো. আজিজুল হকের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। মনোনয়ন বাতিল করা হয়েছে জাতীয় পার্টির প্রার্থী মোহাম্মদ জাহাঙ্গীর আলম, বিএনপি প্রার্থী মোহাম্মদ মুশাহিদ আলী ও স্বতন্ত্র প্রার্থী সিরাজুল ইসলামের।
মন্তব্য করুন





_medium_1767439781.jpg)



