ভিডিও শনিবার, ০৩ জানুয়ারি ২০২৬, ১৯ পৌষ ১৪৩২

প্রকাশ : ০৩ জানুয়ারী, ২০২৬, ০৭:২৫ বিকাল

অভিনয়ে নাম লেখালেন মেঘনা আলম

মেঘনা আলম

প্রথমবারের মতো অভিনয়ে নাম লেখালেন সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার কেন্দ্রে উঠে আসা আলোচিত মিস আর্থ বাংলাদেশ মেঘনা আলম। 

ফরিদুল হাসানের পরিচালনায় দেশের একটি বেসরকারি টেলিভিশনে প্রচারিত ধারাবাহিক নাটক ‘মহল্লা’-তে একটি রহস্যজনক চরিত্রে অভিনয় করতে দেখা যাবে মেঘনা আলমকে। এটিই তার অভিনয়জীবনের প্রথম কাজ।

নিজের অভিনয় অভিজ্ঞতা প্রসঙ্গে মেঘনা আলম বলেন, মিস আর্থ হওয়ার আগে আমার মিডিয়া বা বিনোদন জগতে কোনো কাজের অভিজ্ঞতা ছিল না।আমি তখন নেতৃত্ব ও রাজনীতি বিষয়ে প্রশিক্ষক হিসেবে কাজ করতাম। তবে শৈশব থেকেই স্বপ্ন ছিল—একদিন মুকুট পরে দেশের সেরা সুন্দরীর প্রতীক হয়ে আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করব। সেটি পূরণ হয়েছে। এবার অভিনয়েও নাম লেখালাম। আমার প্রথম অভিনয়ের অভিজ্ঞতা সত্যিই দারুণ উপভোগ্য ছিল।

 

আরও পড়ুন

জানা গেছে, ধারাবাহিক নাটক ‘মহল্লা’র ২৭তম পর্বে দেখা যাবে মেঘনা আলমকে। পর্বটি প্রচারিত হবে ৩ জানুয়ারি, শনিবার রাত ৮টা ৪০ মিনিটে।

উল্লেখ্য, অভিনয়ের পাশাপাশি মেঘনা আলম বর্তমানে পরিবেশ আন্দোলন ও কৃষিভিত্তিক নানা ইস্যুতে সেমিনার-সিম্পোজিয়ামে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন।


একই সঙ্গে তিনি একজন রাজনৈতিক প্রশিক্ষক হিসেবেও কাজ করছেন। শুধু তাই নয়, আসন্ন সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে গণঅধিকার পরিষদের প্রার্থী হিসেবেও নির্বাচন করছেন তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিনয়ে নাম লেখালেন মেঘনা আলম

ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত করতে সরকার সচেষ্ট : পররাষ্ট্র উপদেষ্টা

নেদারল্যান্ডসের মানুষ বিশ্বের সবচেয়ে লম্বা, বাংলাদেশের গড় উচ্চতা কতো ?

মুক্তির আগেই রেকর্ড গড়ল বিজয়ের ‘জননায়গন’

ঘি-মাখন, মাছ-মাংস-ডিম খেলেই কমবে ওজন?

সিজদা ও রুকুর তাসবিহ