ভিডিও শনিবার, ০৩ জানুয়ারি ২০২৬, ১৮ পৌষ ১৪৩২

প্রকাশ : ০৩ জানুয়ারী, ২০২৬, ১২:৩২ রাত

হবিগঞ্জে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ১৫টি বসতঘর

ছবি: সংগৃহীত, হবিগঞ্জে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ১৫টি বসতঘর

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার শ্রীরামপুর গ্রামে অগ্নিকাণ্ডে ১৫টি বসতঘর পুড়ে গেছে। শুক্রবার (রাত ৮টার দিকে) এ ঘটনায় ফায়ার সার্ভিসের হিসাবে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও ক্ষতিগ্রস্তদের দাবি, ক্ষতির পরিমাণ এক কোটির বেশি।

স্থানীয়দের মতে, সজিব মিয়ার রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। দাহ্য সামগ্রী থাকায় আগুন দ্রুত আশপাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে এবং নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। স্টেশন অফিসার আরিফুল ইসলাম জানান, প্রাথমিকভাবে রান্নাঘরের চুলা থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন

ক্ষতিগ্রস্ত সজিব মিয়া, রেনু মিয়া, লিলু মিয়া, পলাশ মিয়া, কাউছার মিয়া, ময়না মিয়া, জসিম মিয়া, ছালেকা বিবি ও শফিক মিয়াসহ কয়েকজন জানান, আগুনে তাদের ঘরবাড়ি ও আসবাবপত্র সম্পূর্ণ পুড়ে গেছে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০২৬ সালে যেদিন শুরু হতে পারে রমজান

যুব বিশ্বকাপে বাংলাদেশ দলে জায়গা পেলেন যারা

হবিগঞ্জে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ১৫টি বসতঘর

দাপুটে জয়ে ঘুরে দাঁড়াল রংপুর রাইডার্স

জাতীয় ঐক্যের মাধ্যমে কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব : ডা. শফিকুর রহমান

বগুড়ার ৩টি সংসদীয় আসনে মনোনয়নপত্র ৭টি বাতিল, গৃহীত ১২টি