বগুড়ার সারিয়াকান্দিতে বিশেষ অভিযানে গ্রেফতার ১৯
সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার সারিয়াকান্দি থানার বিশেষ অভিযানে ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে ২ জন মাদক কারবারি, নাশকতার মামলার অভিযুক্ত ৬ জন এবং বিভিন্ন মামলার ১১ জন ওয়ারেন্টের আসামি রয়েছে। গত বৃহস্পতিবার উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে সারিয়াকান্দি থানার পুলিশ। এসময় ৩২পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৬টি ধারালো হাসুয়া ও ১টি কুড়াল উদ্ধার করা হয়। আজ শুক্রবার দুপুরে তাদেরকে বগুড়া আদালতে প্রেরণ করা হয়েছে।
বিশেষ অভিযানে ২০পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ইউনুস আলী প্রামানিক (৪৫), ১২পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ সালেহ আহম্মেদ (২২)কে, নাশকতার মামলায় মাহফুজার রহমান ওরফে মাফু (৫২), মশিউর রহমান ঠান্ডা (৫৬), জিয়াউর রহমান জুয়েল (৪৫), পিন্টু মিয়া (৫৩) মেহেদী হাসান মিস্টার (৩৫) এবং ওয়াজেদ আলী (৩০)কে এবং বিভিন্ন মামলায় ওয়ারেন্টমূলে নিশান আলী খাঁন (৩৫), মিনা বেগম (৪১), রোকসানা বেগম (৩০), মোর্শেদা বেগম (৩৭), মমতাজ বেগম (৩৮), শাপলা বেগম (৩৪), শিউলি বেগম (৪৪), রত্না বেগম (৪০), শান্তি আক্তার, ফেন্সি বেগম (২৫) এবং সুরেখা বেগম (৩০)কে গ্রেফতার করা হয়।
সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ ফ ম আসাদুজ্জামান বলেন, গ্রেফতারকৃত আসামিদের শুক্রবার দুপুরে বগুড়া আদালতে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক





