ভিডিও শুক্রবার, ০২ জানুয়ারি ২০২৬, ১৮ পৌষ ১৪৩২

প্রকাশ : ০২ জানুয়ারী, ২০২৬, ০৯:৩২ রাত

বগুড়ায় ১০ কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেফতার

বগুড়ায় ১০ কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেফতার, প্রতীকী ছবি

স্টাফ রিপোর্টার : বগুড়ায় ১০ কেজি গাঁজাসহ দুই কারবারিকে গ্রেফতার করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর (ডিএনসি) বগুড়ার সদস্যরা গাঁজাসহ তাদের গ্রেফতার করে। অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো.জিল্লুর রহমান এতথ্য নিশ্চিত করে বলেন, আজ শুক্রবার সকাল সাড়ে ৭ টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কে শাজাহানপুর উপজেলার জামাদারপুকুর নামকস্থানে এই অভিযান চালিয়ে ওই দুই কারবারিকে গ্রেফতার করা হয়। তিনি বলেন, ভোরে কুয়াশার কারনে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যের তৎপরতা কম থাকায় কারবারিরা ১০ কেজি গাঁজা নিয়ে নাটোর জেলার সিংড়া উপজেলায় পৌছে দিতে যাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসি সদস্যরা মহাসড়কে জামাদারপুকুর নামকস্থানে অবস্থান নেন। সকাল সাড়ে ৭ টার দিকে সিএনজি চালিত অটোরিকশা তল্লাশি করে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।  
গ্রেপ্তারকৃতরা হলো বগুড়া সদরের উত্তর সাতশিমুলিয়া গ্রামের রাজু মিয়া (৪০) ও লাহিড়ীপাড়া গ্রামের সিএনজি চালক আব্দুল হক আজাদ(৩৬)। গ্রেফতারকৃতদের নামে শাজাহানপুর থানায় এসআই তাহিদুল ইসলাম বাদি হয়ে মামলা করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় ১০ কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেফতার

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের দায়ে সিরাজগঞ্জে জামায়াত নেতার জরিমানা

বড় পর্দায় এ আর রহমান

বগুড়া-১ আসনের স্বতন্ত্র প্রার্থী লিপির সমন্বয়কারী জিন্নাহকে মারধর 

পাবনার চাটমোহরে সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেফতার

মার্চ ফর ইনসাফ কর্মসূচি ঘোষণা ইনকিলাব মঞ্চের