ভিডিও শুক্রবার, ০২ জানুয়ারি ২০২৬, ১৮ পৌষ ১৪৩২

প্রকাশ : ০২ জানুয়ারী, ২০২৬, ০২:৪৪ দুপুর

কার্গো জাহাজের ধাক্কায় ৩০০ মণ লবণসহ ডুবে গেল নৌকা

সংগৃহিত,কার্গো জাহাজের ধাক্কায় ৩০০ মণ লবণসহ ডুবে গেল

মফস্বল ডেস্ক : ভোলার মেঘনা নদীতে একটি কার্গো জাহাজের ধাক্কায় ৩০০ মণ লবণবোঝাই এমভি দিলোয়ারা-৩ নামের একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বৃহস্পতিবার (১ জানুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়ন সংলগ্ন মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।


সরেজমিনে বোটের মাঝি ও শ্রমিকরা জানান, ওই দিন রাতে মাঝ মেঘনায় ঘন কুয়াশার কারণে এ নৌরুটে চলাচলকারী অন্যান্য কার্গো জাহাজের সঙ্গে তাদের লবণবোঝাই নৌকাটিও নদীতে নোঙর করে রাখা হয়েছিল। এ সময় অজ্ঞাত একটি কার্গো জাহাজ নৌকাটির পাশে ধাক্কা দিয়ে চলে যায়। পরে তারা লক্ষ্য করেন, নৌকায় পানি ঢুকছে এবং নৌকাটির প্রায় ৯৫ ভাগ ডুবে যায়। এরপর নৌকায় থাকা মাঝিসহ অন্যান্য শ্রমিকরা অন্য নৌকায় উঠে তীরে আসেন।

নৌকার মাঝি মো. বিল্লাহ হোসাইন গণমাধ্যমকে বলেন, গতকাল সকালে কুতুবদিয়া থেকে নৌকায় ৩০০ মণ লবণ বোঝাই করে চট্টগ্রাম চ্যানেল দিয়ে যাত্রা শুরু করি। ভোলার মেঘনা নদী হয়ে খুলনার দিকে যাওয়ার পথে আমাদের নৌকাটিকে অচেনা একটি কার্গো জাহাজ ধাক্কা দেয়। ধাক্কায় নৌকার একপাশ ফেটে যায় এবং পরবর্তীতে নৌকাটি ডুবে যায়। এ ঘটনায় কোনো হতাহত না হলেও আমাদের প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

আরও পড়ুন

এ বিষয়ে ভোলা সদর ইলিশা নৌ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। এ বিষয়ে আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কার্গো জাহাজের ধাক্কায় ৩০০ মণ লবণসহ ডুবে গেল নৌকা

খালেদা জিয়ার কবর জিয়ারত করতে জিয়া উদ্যানে নেতাকর্মীদের ঢল

‘ছড়ার জাদুকর’ সুকুমার বড়ুয়া মারা গেছেন

মা হওয়ার খবর দিলেন অভিনেত্রী নাদিয়া

বগুড়া-১ আসনে স্বতন্ত্র প্রার্থী লিপির মনোনয়ন বাতিল, চারজনের মনোনয়ন বৈধতা ঘোষণা

ওয়াল্ট ডিজনির ইতিহাসে সর্বোচ্চ আয়কারী সিনেমা এখন ‘জুটোপিয়া টু’