মা হওয়ার খবর দিলেন অভিনেত্রী নাদিয়া
বিনোদন ডেস্ক : নতুন বছরের প্রথম দিনে মা হলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সালহা খানম নাদিয়া। বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার পর ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তিনি কন্যাসন্তানের জন্ম দেন।
নাদিয়ার স্বামী নাট্যশিল্পী সালমান আরাফাত বিষয়টি নিশ্চিত করে জানান, মা ও নবজাতক দুজনই সুস্থ আছেন। তিনি আরও জানান, তাদের কন্যাসন্তানের নাম রাখা হয়েছে মেহেরুজ নূর সানাহ।
এদিকে বৃহস্পতিবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন পোস্টের মাধ্যমে নিজেই সুখবরটি জানান অভিনেত্রী নাদিয়া। পোস্টে বেবি বাম্প ফটোশুটের একটি ছবি শেয়ার করে তিনি লেখেন, তাদের সংসার আলো করে এসেছে এক ফুটফুটে কন্যাসন্তান। ওই পোস্টে কন্যাসন্তানের নাম উল্লেখ করা হয় মেহরোজ নূর সানাহ।
আরও পড়ুনকন্যাসন্তান জন্মের অনুভূতি প্রকাশ করে নাদিয়া লেখেন, আল্লাহর অশেষ রহমতে হৃদয় থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা একটি সুন্দর কন্যাসন্তান (মেহরোজ নূর সানাহ)-কে পেয়ে ধন্য। আল্লাহ যেন ওকে রক্ষা করেন। তাকে সঠিক পথ, ঈমান, ভালোবাসা ও অফুরন্ত সুখে ভরিয়ে দেন। আমাদের ছোট রাজকন্যার জন্য আপনারা দোয়া করবেন।
উল্লেখ্য, অভিনেত্রী সালহা খানম নাদিয়া ২০২৪ সালের জুন মাসে নাট্যশিল্পী সালমান আরাফাতের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিয়ের কয়েক মাসের মধ্যেই তাদের দাম্পত্য জীবনে যুক্ত হলো নতুন অতিথি।
মন্তব্য করুন




_medium_1767267468.jpg)




