ভিডিও বৃহস্পতিবার, ০১ জানুয়ারি ২০২৬, ১৭ পৌষ ১৪৩২

প্রকাশ : ০১ জানুয়ারী, ২০২৬, ১০:২৩ রাত

চাঁপাইনবাবগঞ্জ পুলিশ লাইন্সে ভলিবল খেলার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে এসআইয়ের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ পুলিশ লাইন্সে ভলিবল খেলার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে এসআইয়ের মৃত্যু, ছবি: দৈনিক করতোয়া

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ পুলিশ লাইন্স মাঠে ভলিবল খেলার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মো: আব্দুল আলীম (৫১) নামে এক পুলিশ উপ-পরিদর্শকের (এসআই-সশস্ত্র) মৃত্যু হয়েছে। তিনি পাবনার সুজানগর উপজেলার বারইপাড়া পোড়াডাঙ্গা গ্রামের মৃত বন্দের আলী খানের ছেলে। তিনি পুলিশ লাইন্সেই কর্মরত ছিলেন।

জেলা পুলিশ ও পুলিশ লাইন্স সূত্র জানায়, বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকাল সোয়া ৫টার দিকে চাঁপাইনবাবগঞ্জ শহরের নয়াগোলা এলাকায় অবস্থিত পুলিশ লাইন্সে ভলিবল খেলার সময় হৃদরোগে আক্রান্ত হন আলীম। এ সময় পুলিশ সদস্যরা তাকে দ্রুত জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসা শুরুর পরপরই সন্ধ্যা ৬টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তার সহকর্মী নায়েক আব্দুল মোমিন বলেন, মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই মেয়ে রেখে গেছেন। বড় মেয়ের বিয়ে হয়েছে ও ছোট মেয়ে কুষ্টিয়া মেডিক্যাল কলেজে পড়েন। তার পরিবার বর্তমানে সুজানগরের আরেপপুর হাজীরহাট এলাকায় বসবাস করে। তিনি প্রায় ৩১ বছর চাকরি করেছেন।

আরও পড়ুন

অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ বলেন, প্রয়োজনীয় পরবর্তী ব্যবস্থা গ্রহণ শেষে এসআই আলীমের মরদেহ তার গ্রামের বাড়িতে পাঠানো হবে। 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জ পুলিশ লাইন্সে ভলিবল খেলার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে এসআইয়ের মৃত্যু

বগুড়ার শাজাহানপুরে ৬ মাসে পল্লী বিদ্যুতের ২৯টি ট্রান্সফরমার চুরি

বছরের প্রথম দিনেই স্বর্ণের দামে বড় দরপতন

খালেদা জিয়াকে শ্রদ্ধা জানিয়ে নবজাতকের নামকরণ

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বগুড়ার গাবতলী প্রেস ক্লাবের দোয়া মাহফিল

গাজীপুরের শ্রীপুরে পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই