ভিডিও বৃহস্পতিবার, ০১ জানুয়ারি ২০২৬, ১৭ পৌষ ১৪৩২

প্রকাশ : ০১ জানুয়ারী, ২০২৬, ০৩:৩৩ দুপুর

চমক রেখে অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা

চমক রেখে অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা,ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কা ও ভারতে অনুষ্ঠেয় আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে স্পিননির্ভর দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। কন্ডিশনের কথা মাথায় রেখে পেসারদের তুলনায় স্বাভাবিকভাবেই এই টুর্নামেন্টে স্পিনারদের প্রাধান্য দিয়েছে দলটি। তবে বড় চমক হিসেবে ১৫ সদস্যের দলে জায়গা পাননি হোবার্ট হারিকেন্সের বিস্ফোরক ব্যাটার মিচেল ওয়েন।

গত ছয় মাসে ওয়েন ১৩টি টি-টোয়েন্টি খেলেছেন। এই সময়ে মাত্র দুজন অস্ট্রেলীয় তার চেয়ে বেশি ম্যাচ খেলেছেন। তবে ক্যামেরন গ্রিনের ফেরা এবং অভিজ্ঞ মার্কাস স্টয়নিসের দলে থাকার জায়গা হয়নি তার। আরও বড় বিস্ময়ের খবর হলো মিচেল স্টার্ক ও স্পেন্সার জনসনের অনুপস্থিতিতেও কোনো বাঁহাতি পেসার নেয়নি অস্ট্রেলিয়া। বেন ডোয়ারশুইসকে বাদ দিয়ে বেছে নেওয়া হয়েছে জেভিয়ার বার্টলেটকে। খবর ক্রিকেট অস্ট্রেলিয়ার। 

স্টার্ক গত ছয়টি আইসিসি টি-টোয়েন্টি ইভেন্টের মধ্যে মাত্র একটিতে খেলেননি। তবে তিনি গত বছরের শেষ দিকে আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন। তার উত্তরসূরি হিসেবে বিবেচিত স্পেনসার জনসন বর্তমানে পিঠের চোটে ভুগছেন। বড় চমক হিসেবে দলে জায়গা হয়েছে কুপার কনোলির। অস্ট্রেলিয়ার গত ১২টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচের কোনোটিতেই খেলেননি তিনি। ম্যাথিউ শর্ট, ম্যাথিউ কুনেম্যান ও বার্টলেটের জন্য এটি হতে যাচ্ছে বিশ্বকাপ অভিষেক।

আরও পড়ুন

টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়া দল : মিচেল মার্শ (অধিনায়ক), জেভিয়ার বার্টলেট, কুপার কনোলি, প্যাট কামিন্স, টিম ডেভিড, ক্যামেরন গ্রিন, নাথান এলিস, জশ হ্যাজেলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, ম্যাথিউ কুনেম্যান, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাথিউ শর্ট, মার্কাস স্টয়নিস, অ্যাডাম জামপা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চমক রেখে অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা

তাইওয়ানকে চীনের মূল ভূখণ্ডে একীভূত করার অঙ্গীকার শির

বেগম খালেদা জিয়ার কবরে সাধারণ মানুষের দোয়া-প্রার্থনা 

ইউরোপের অনন্য: বরফের হোটেলে একরাত

পদত্যাগ করা অধ্যাপক ডা. সায়েদুর রহমানকে আবারও নিয়োগ 

সুইজারল্যান্ডে নববর্ষের পার্টিতে ভয়াবহ বিস্ফোরণে একাধিক নিহতের খবর