ভিডিও বৃহস্পতিবার, ০১ জানুয়ারি ২০২৬, ১৭ পৌষ ১৪৩২

প্রকাশ : ০১ জানুয়ারী, ২০২৬, ০১:২১ দুপুর

১৭ জেলার ওপর দিয়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ

১৭ জেলার ওপর দিয়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ, ছবি: সংগৃহীত।

বর্তমানে দেশের ১৭টি জেলার ওপর দিয়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। তবে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আজ অনেক এলাকায় সূর্যের দেখা মেলায় দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে এবং কিছু এলাকা থেকে শৈত্যপ্রবাহ প্রশমিত হতে পারে।

আবহাওয়ার নিয়মিত পূর্বাভাসে জানানো হয়েছে-মাদারীপুর, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, দিনাজপুর, পঞ্চগড়, সিলেট, মৌলভীবাজার, কুমিল্লা, খুলনা, সাতক্ষীরা, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, বরিশাল ও ভোলা জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আজ দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়লে কিছু কিছু জায়গায় শীতের তীব্রতা কিছুটা কমে আসতে পারে।

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। রাজধানী ঢাকায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদফতর বলছে, ঢাকায় দুপুরের দিকে তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। পূর্বাভাস অনুযায়ী, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের অনেক জায়গায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং কোথাও কোথাও এটি দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ-পরিবহন এবং সড়ক যোগাযোগ ব্যবস্থা সাময়িকভাবে ব্যাহত হতে পারে বলে সতর্ক করা হয়েছে।

আরও পড়ুন

আবহাওয়াবিদদের মতে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমি স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার একটি বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রাও সামান্য বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে কুয়াশা কেটে গেলে শীতের অনুভূতি কিছুটা কমতে পারে বলে আশা করা হচ্ছে।  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৭ জেলার ওপর দিয়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ

সর্বসাধারণের জন্য উন্মুক্ত খালেদা জিয়ার সমাধিস্থল

হাঁটু চোটে এমবাপ্পে, থাকতে হবে মাঠের বাইরে

কমেছে জ্বালানি তেলের দাম, কার্যকর আজ থেকে

খালেদা জিয়ার মৃত্যু : আজ চলছে দ্বিতীয় দিনের রাষ্ট্রীয় শোক

কুড়িগ্রামে একজনকে কুপিয়ে হত্যা